loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

রবীন্দ্র সরোবরে তিন দিনব্যাপী ‘প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব’


রবীন্দ্র সরোবরে তিন দিনব্যাপী ‘প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব’

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে শহরবাসীর মধ্যে ছড়িয়ে দিতে রাজধানীতে তিন দিনব্যাপী ‘প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব’ আয়োজন করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই উৎসব শুরু হবে।

জামাইমেলা, পালাগান, পুতুলনাচ, বায়োস্কোপ, নাগরদোলা, পালকি, লাঠিখেলা, সাপখেলা ও বানরনাচে ভরপুর থাকবে এই আয়োজন। থাকবে ঢেকি, কুলা, মাথাল, যাতাকলসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানান প্রদর্শনী। এছাড়াও থাকছে পিঠা উৎসব ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

উৎসবের সাংস্কৃতিক পর্বের সমন্বয়কারী সত্যেন সেন শিল্পী গোষ্ঠী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ-বিষয়ে জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা জানান, “কালের বিবর্তনে আমাদের সংস্কৃতি থেকে অনেক ঐতিহ্যবাহী উৎসব হারিয়ে যাচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে শহরের মানুষ বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে আমাদের এই আয়োজন। চতুর্থবারের মতো আমাদের এই আয়োজন সকলের কাছে ভালো লাগবে বলে আশা করছি”।

প্রাণ চিনিগুড়া চাল-এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ শাহান শাহ আজাদ বলেন, “প্রাণ চিনিগুড়া চাল এখন বাংলাদেশের গর্বের কারণ হয়ে উঠেছে। এ-দেশের কৃষকের উৎপাদিত এই জাতের ধান থেকে হওয়া চাল শুধু বাংলাদেশেই নয়, এখন বিশ্বের প্রায় ১০০টি দেশে পাওয়া যাচ্ছে। আমাদের লক্ষ্য, প্রাণ পণ্য বিশ্বের যতোগুলো দেশে রপ্তানি হচ্ছে, ততগুলো দেশে অচিরেই প্রাণ চিনিগুড়া চাল পৌঁছে দেয়া”।

‘প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব’-এ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সব শ্রেণী-পেশার মানুষ অংশ নিতে পারবেন। উৎসবের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন দেশের নামকরা শিল্পীবৃন্দ।

এই উৎসবে সহযোগী হিসেবে থাকছে ‘গুডলাক স্টেশনারি’ ও জনপ্রিয় বেকারি ব্র্যান্ড ‘অলটাইম’।

সংবাদ সম্মেলনে প্রাণ চিনিগুড়া চাল-এর হেড অফ মার্কেটিং মো. মুস্তাফিজুর রহমান, গুডলাক স্টেশনারির হেড অফ মার্কেটিং ফাহিম হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) জিয়াউল হক, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এক্সপিইডেভের হেড অফ অপারেশন্স আদিল খান ও সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজুরুল ইসলাম চৌধুরী সুইট উপস্থিত ছিলেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...