loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

রিয়ালকে দারুণভাবে রুখে দিয়েছে পিএসজি


রিয়ালকে দারুণভাবে রুখে দিয়েছে পিএসজি

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত করিম বেনজেমার লক্ষ্যভেদে দুই গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দুই মিনিটের ঝলকে দু’টি গোলই শোধ করে দেয় সফরকারী ক্লাবটি। ফলে রিয়ালের মাঠ থেকে ২-২ গোলের ব্যবধানে স্বস্তির ড্র নিয়ে ফিরছে ফরাসি চ্যাম্পিয়নরা। 

ইউয়েফা চাম্পিয়ন্স লিগে দুই দলের প্রথম লেগের ম্যাচে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছিল পিএসজি। প্রতিপক্ষের মাঠের এই ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগে অপরাজিত রইলো দলটি। এর আগে টানা চার ম্যাচে জিতেছিল টমাস টুখেলের শিষ্যরা। পাঁচ ম্যাচে দলটির সংগ্রহ ১৩ পয়েন্ট। অন্যদিকে সমান-সংখ্যক ম্যাচে রিয়ালের সংগ্রহ আট পয়েন্ট। দু’টি ক্লাবই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ম্যাচে বেশ প্রাধান্য বিস্তার করে খেলেছে রিয়াল। পোস্টে ২৭টি শট নেয় তাঁরা - যার ১২টি ছিল লক্ষ্যে। পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসের অবিশ্বাস্য কিছু সেইভে জয় পায়নি দলটি। অবশ্য গোল করার প্রথম সুযোগ পেয়েছিল ফরাসি ক্লাবটিই। নবম মিনিটে হুয়ান বেরনাতের ক্রসে ঠিকঠাকভাবে পায়ে লাগাতে পারলে তখনই এগিয়ে যেতে পারতো পিএসজি।

যাহােক, সপ্তদশ মিনিটে এগিয়ে যায় রিয়াল। ফেদেরিকোর ভালভার্দের কাছ বল পেয়ে দারুণ শট নিয়েছিলেন ইস্কো, গোলরক্ষক নাভাস পরাস্ত হলেও বল ফিরে আসে বারপোস্টে লেগে; আর তা একেবারে ফাঁকায় পেয়ে বেনজেমা জালে জড়াতে ভুল করেননি (১-০)।

চার মিনিট পর বেনজেমার শট ঠেকিয়ে দেন নাভাস। ২৭তম মিনিটে বেনজেমা কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন টনি ক্রুস, তবে ফিরিয়ে দেন পিএসজি গোলরক্ষক। 

দুই মিনিট পরে অ্যাঞ্জেল ডি মারিয়াকে বঞ্চিত করেন থিবো কোর্টোয়া। ঝাঁপিয়ে পড়ে তাঁর দূরপাল্লার শট ফিস্ট করে ঠেকিয়ে দেন তিনি। ৩৩তম মিনিটে টনি ক্রুসের আরও একটি শট বিপদমুক্ত করেন নাভাস।

৩৬তম মিনিটে এমবাপেকেও হতাশ করেন কোর্টোয়া। দারুণ দক্ষতায় তাঁর শট ফিরিয়ে দেন এই বেলজিয়ান গোলরক্ষক। ৩৯তম মিনিটে মার্সেলোর জোরালো শট ঠেকিয়ে দেন নাভাস।

দ্বিতীয়ার্ধে ইদ্রিসার পরিবর্তে নেইমারকে মাঠে নামেন। ফলে পিএসজি বেশ উজ্জীবিত হয়। অন্যদিকে শুরুতেই ব্যবধান বাড়াতে পারতো রিয়াল। মার্সেলোর ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন বেনজেমা, কিন্তু তা কাজে লাগাতে পারেননি তিনি। ৫৯তম মিনিটে ক্রুসের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৬১তম মিনিটে ফের নাভাস ইস্কোর শট ব্যর্থ করে দেন। ৬৬তম মিনিটে সমতায় ফিরতে পারতো পিএসজি। ডি-বক্সে এমবাপেকে নিখুঁত এক পাস দিয়েছিলেন নেইমার, তবে অল্পের জন্য বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি এমবাপে। 

৭৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। বাঁ প্রান্ত থেকে মার্সেলোর ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়ান এই ফরাসি তারকা (২-০)।

দুই মিনিট পরে ব্যবধান কমায় পিএসজি। থমাস মিউনিয়েরের ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন এমবাপে (২-১)। এর দুই মিনিট পরেই সমতায় ফেরে দলটি। ড্রাক্সলারের শট এক ডিফেন্ডার প্রতিহত করলে বল পেয়ে যান আরেক বদলি খেলোয়াড় পাবলো সারাবিয়া। তাঁর শট রুখতে পারেননি কেউ (২-২)।

৮৭তম মিনিটে দিনের সেরা সুযোগটি মিস করেন রিয়ালের তরুণ তারকা রদ্রিগো। অন্যদিকে, অবিশ্বাস্য এক সেইভ করেছেন নাভাস। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে জোরালো শট নিলেও তা ঠেকিয়ে দেন নাভাস। পরের মিনিটে কর্নার থেকে ফাঁকায় হেড নিয়েও লক্ষ্যে রাখতে পারেননি রাফায়েল ভারানে। 

যোগ হওয়া সময়ে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছিলেন এমবাপে; কিন্তু তাঁর শট অল্পের জন্য বাইরে দিয়ে জাল স্পর্শ করে। শেষ মুহূর্তে বিপজ্জনক স্থান থেকে ফ্রিকিক পায় রিয়াল। দারুণ এক শট নিয়েছিলেন বদলি খেলোয়াড় গ্যারেথ বেল, কিন্তু তা পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় স্বাগতিকদের।

Loading...