loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে রাষ্ট্রপতির আহ্বান


মামলা দ্রুত  নিষ্পত্তির উদ্যোগ নিতে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচারক ও সংশ্লিষ্টদের প্রতি দক্ষতার সাথে দ্রুত মামলা নিষ্পত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত নয়জন বিচারপতি বুধবার (২৭ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, “বিচার বিভাগ সাধারণ জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। বাংলাদেশে জনসংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা কম। তাই বিচারকদের দক্ষতা ও দ্রুততার সাথে মামলা নিষ্পত্তিতে উদ্যোগ নিতে হবে।”

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন যে, আইনজীবী, বিচারপতি ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিচার কার্যক্রম ত্বরান্বিত হবে।

তথ্যপ্রযুক্তি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বিচার কাজে এর ব্যবহার বাড়াতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এতে মামলার শুনানি দ্রুততার সাথে সম্পন্ন হওয়ার সাথে সাথে বিচার-কাজ আরও গতিশীল হবে। নবনিযুক্ত বিচারপতিগণ সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি নবনিযুক্ত বিচারপতিবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাঁদের সফলতা কামনা করেন।

নতুন নয়জন বিচারপতি হলেন - মোহাম্মদ মাহাবুব-উল-ইসলাম, শাহেদ নুরুদ্দিন, মো. জাকির হোসেন, মো. আখতারুজ্জামান, মো. মাহমুদ হাসান তালুকদার, কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সারোয়ার, এ কে এম জহিরুল হক ও কাজী জিনাত হক। 

বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।

Loading...