loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

শেষ ষোলোর অপেক্ষা বাড়লো চেল্সির


শেষ ষোলোর অপেক্ষা বাড়লো চেল্সির

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘এইচ’ গ্রুপের ম্যাচে শেষ দিকে গোল হজম করে জেতা হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেল্সির। স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়ার মাঠ থেকে তাঁদেরকে ফিরতে হয়েছে অস্বস্তি নিয়ে; কারণ, এই ম্যাচে জিতলেই নকআউট পর্বে উত্তরণ নিশ্চিত হতো দলটির।

বুধবার (২৭ নভেম্বর) ৮১ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ ড্র করতে হয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যদের। পয়েন্ট হারানোয় শেষ ষোলোয় ওঠার অপেক্ষা বাড়লো লন্ডনের ক্লাবটির।

এদিন ম্যাচের ৪০তম মিনিটে গোল হজম করে অতিথি দল। রদ্রিগোর অ্যাসিস্টে স্বাগতিকদের লিড পাইয়ে দেন কার্লোস সলার (১-০)। অবশ্য, দুই মিনিটের মধ্যে সমতায় ফেরে ব্লুজরা। ম্যাটেও কোভাসিচের দূরপাল্লার শট ভ্যালেন্সিয়ার জালে আশ্রয় নেয় (১-১)। সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ।

৫০তম মিনিটে  মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিচের গােলে এগিয়ে যায় চেল্সি (২-১)।

৬১ মিনিটে হোসে গায়া ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। দানি পারেহোর জোরালো শট ঝাঁপিয়ে সে-যাত্রায় দলকে রক্ষা করেন চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা।

এই স্কোরে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো চেল্সি; যাহােক তা হয়নি, ৮২তম মিনিটে সমতাসূচক গোলটি করেন ভ্যালেন্সিয়ার ড্যানিয়েল ভ্যাস (২-২)। 

পাঁচ ম্যাচ শেষে দু’দলের পয়েন্ট সমান আট করে, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে ভ্যালেন্সিয়া। গ্রুপের আরেক দল আয়াক্স আমস্টারডাম এই ম্যাচের আগ পর্যন্ত সাত পয়েন্ট সংগ্রহ করেছিল। একই রাতে নেদারল্যান্ডসের ক্লাবটির ফ্রান্সের লিল-এর মোকাবেলা করার কথা।

শেষ ষোলোতে উঠতে হলে ইংলিশ ক্লাবটিকে লিল-এর বিপক্ষে পরবর্তীতে তিন পয়েন্ট অর্জনের প্রয়োজন হতে পারে।

Loading...