loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাবদাহের সতর্কতা জারি

  • সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের সংশোধিত ফলাফল প্রকাশিত

  • অভিনেতা ওয়ালিউল হক রুমি আর নেই

  • এফএ কাপে টাইব্রেকারে জিতে ফাইনালে ম্যানইউ

  • ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল

তিনদিনের মধ্যে আফগানিস্তানকে হারালো উইন্ডিজ


তিনদিনের মধ্যে আফগানিস্তানকে হারালো উইন্ডিজ

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান প্রথম ইনিংস: ১৮৭
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৭৭
আফগানিস্তান দ্বিতীয় ইনিংস: (আগের দিন ১০৯/৭) ৪৩.১ ওভারে ১২০ (আফসার ৭, জহির ০*; হোল্ডার ৩/২০, কর্নওয়াল ৩/৪৬ চেজ ৩/১০)
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৩১) ৬.২ ওভারে ৩৩/১ (ক্যাম্পবেল ১৯*, হোপ ৬*; হামজা ১/৫)
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ নয় উইকেটে জয়ী

লক্ষ্ণৌতে সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে তিনদিনের মধ্যে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার (২৯ নভেম্বর) দলটি জিতেছে নয় উইকেটের বড় ব্যবধানে।

আগের দিনের সাত উইকেটে ১০৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে আফগানিস্তান। ১১ রান তুলতেই বাকি তিন উইকেট হারায় রশিদ খানের দল। সবগুলো উইকেটই পেয়েছেন জেসন হোল্ডার। ক্যারিবিয়ানদের সামনে দাঁড়ায় ৩১ রানের লক্ষ্য। এক উইকেট হারিয়েই তা পেরিয়ে যায় দলটি। এদিন খেলা হয়েছে ১৩.৩ ওভার।

সকালে নিজের প্রথম বলেই প্রতিপক্ষ দলনেতা রশিদের উইকেট তুলে নেন হোল্ডার। এরপর ইয়ামিন আহমাদজাই ও আফসার জাজাইকে পরপর দুই ওভারে আউট করে আফগানদের ১২০ রানে গুটিয়ে দেন তিনি। 

হোল্ডারের পাশাপাশি তিনটি করে উইকেট শিকার করেছেন রাহকিম কর্নওয়াল ও রোস্টন চেজ।

লক্ষ্য তাড়ায় দলীয় ২২ রানে আমির হামজার বলে বিদায় নেন ক্রেইগ ব্র্যাথওয়েট। তিনি করেছেন আট রান। আরেক ওপেনার জন ক্যাম্পবেল ১৯ ও শেই হোপ ছয় রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

দুই ইনিংস মিলিয়ে ১২১ রানে ১০ উইকেট নিয়ে ম্যাচ-সেরার পুরস্কার জিতেছেন উইন্ডিজের অফ স্পিনার কর্নওয়াল।

Loading...