loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ঢাকা মহানগর আ’লীগের সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী


ঢাকা মহানগর আ’লীগের সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে এসে শেখ হাসিনা জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি। 

মঞ্চে শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃৃবৃন্দ।

সম্মেলন ‍উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দলের সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে এই সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবে। এরপর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ২০১২ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল।

Loading...