loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

লা লিগায় ফের শীর্ষে রিয়াল মাদ্রিদ


লা লিগায় ফের শীর্ষে রিয়াল মাদ্রিদ

বৃষ্টিতে প্রথমার্ধে গোলবঞ্চিত রিয়াল মাদ্রিদ বিরতির পরে সার্জিও রামোসের গোলে এগিয়ে গিয়েছিল। পরে লুকাস পেরেজ পেনাল্টিতে গোল করে আলাভেসকে সমতায় ফেরলেও শেষ পর্যন্ত ডানি কারভাহালের লক্ষ্যভেদে ২-১ গোলের জয় নিয়ে স্পেনের লিগে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মাদ্রিদের ক্লাবটি।

শনিবার (৩০ নভেম্বর) লা লিগার ম্যাচটিতে খেলতে প্রতিপক্ষের মাঠে গিয়েছিল জিনেদিন জিদানের শিষ্যরা। প্রথমার্ধে আলভেস-এর রক্ষণে বারবার আটকে যাওয়া রিয়ালের হয়ে ৫২ মিনিটে প্রথম গোল করেন অধিনায়ক সার্জিও রামোস (১-০)। এর ১৩ মিনিট পরে পেনাল্টি থেকে গোল শোধ করেন পেরেজ (১-১)।

আলাভেস-এর পেনাল্টি এসেছিল রামোসের করা ফাউলের কারণে। আর তাতে হলুদ কার্ডও দেখতে হয়েছে তাঁকে। যাহােক, মাত্র চার মিনিট ছিল দলটির আনন্দ। ৬৯ মিনিটে জয়সূচক গোল করে জিদানকে স্বস্তি দেন কারভাহাল (২-১)।

ফরাসি কোচ জিদান এদিন প্রথম একাদশে বেশ কয়েকটি বড় পরিবর্তন এনেছিলেন। মাঠে ছিলেন না এডেন হ্যাজার্ড ও গোলরক্ষক থিবাউ কর্টোয়া।

এই জয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো রিয়াল। এক ম্যাচ কম খেলে মেসিদের পয়েন্ট ২৮।

Loading...