loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

পাকিস্তানকে আবারো ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার


পাকিস্তানকে আবারো ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৫৮৯/৩ (ইনিংস ঘোষণা)
পাকিস্তান প্রথম ইনিংস: ৩০২
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: (আগের দিন ৩৯/৩) (মাসুদ ৬৪, আসাদ ৫৭, রিজওয়ান ৪৫; স্টার্ক ১/৪৭, হ্যাজলউড ৩/৬৩, লায়ন ৫/৬৯)
ফলাফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ৪৮ রানে জয়ী
ম্যাচ ও টুর্নামেন্ট-সেরা: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
সিরিজ: অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে জয়ী

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে পরাজিত হলো পাকিস্তান। সোমবার (২ ডিসেম্বর) অ্যাডিলেডে ইনিংস ও ৪৮ রানে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো স্বাগতিক অস্ট্রেলিয়া।

ইনিংস ব্যবধান এড়াতে এদিন প্রয়োজন ছিল ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং, কিন্তু সে-অর্থে কোনো ব্যাটসম্যানই তা করতে পারেনি। ওপেনার শান মাসুদ, আসাদ শফিক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান কিছুটা চেষ্টা করেছিলেন - তবে তা যথেষ্ট ছিল না।

আগের দিনের তিন উইকেটে ৩৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা পাকিস্তানের সূচনা ভালোই হয়েছিল। দুই অপরাজিত ব্যাটসম্যান শান মাসুদ ও আসাদ শফিক গড়েন ১০৩ রানের জুটি। শফিককে বিদায় করে জুটি ভাঙেন নাথান লায়ন। এরপর অবশ্য খুব বেশিক্ষণ টিকতে পারেননি মাসুদও। তবে ষষ্ঠ উইকেটে রিজওয়ানের সঙ্গে ইফতেখার আহমেদ ৪৭ রানের জুটি গড়েছিলেন, তাতে ইনিংস ব্যবধান এড়ানোর কিছুটা আশা জেগেছিল তাঁদের। কিন্তু এই জুটি ভাঙতেই কার্যত শেষ হয়ে যায় দলটির স্বপ্ন। এরপর আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ইয়াসির শাহও কিছু করতে পারেননি। ফলে ২৩৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ইনিংস ব্যবধানেই হার মানতে বাধ্য হয় দলটি।

১২৭ বলে আটটি চার ও একটি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন মাসুদ। আসাদের ব্যাট থেকে এসেছে ৫৭ রান। ১১২ বলে পাঁচটি চারের সাহায্যে এই স্কোর করেন তিনি। রিজওয়ান করেছেন ৪৫ রান। 

অস্ট্রেলিয়ার পক্ষে ৬৯ রানে পাঁচ উইকেট শিকার করেছেন লায়ন। তিন উইকেট নিয়েছেন জস হ্যাজলউড।

এর আগে প্রথম ইনিংসে ৩০২ রানে অলআউট হয় পাকিস্তান। অস্ট্রেলিয়া তিন উইকেটে ৫৮৯ রান করে তাঁদের প্রথম ইনিংস ঘোষণা করে।

Loading...