loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি’অর জিতলেন মেসি


রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি’অর জিতলেন মেসি

ফ্রান্সের ফুটবল সাময়িকী ব্যালন ডি’অর ৩০জনের তালিকা তৈরি করেছিল, যেখান থেকে চূড়ান্ত তালিকায় স্থান করে নেন লিওনেল মেসি, ভার্জিল ফন ডাইক ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বিশ্বের ১৮০জন ফুটবল-সাংবাদিক বর্ষসেরা খেলোয়াড় বেছে নিতে ভোট দেন। এছাড়াও ভোট দিয়েছেন অধিনায়ক ও কোচেরা। প্যারিসে ২ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন গতবারের ব্যালন ডি’অর জয়ী ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মড্রিচ। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পেছনে ফেলে রেকর্ড ষষ্ঠবারের মতো সম্মানজনক ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। আর এতে চার বছরের অপেক্ষার অবসান হলো এই আর্জেন্টাইন ফুটবল তারকার। এর আগে তিনি ব্যালন ডি’অর জিতেছিলেন ২০১৫ সালে। এতোদিন রোনাল্ডোর সমান পাঁচটি করে ব্যালন ডি’অর জেতা ছিল বার্সেলোনা অধিনায়কের।

সোমবার (২ ডিসেম্বর) রাতে প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন মেসি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন গতবারের বিজয়ী লুকা মড্রিচ। নারী বিভাগে ব্যালন ডি’অর ফেমিনি উঠেছে যুক্তরাষ্ট্রের মেগান রাপিনোর হাতে।

সেরা উদীয়মান তারকা হিসেবে কোপা ট্রফি জিতেছেন চলতি মৌসুমে আয়াক্স ছেড়ে ইউভেন্টাসে যোগ দেওয়া ডাচ তারকা মাতাইস ডি লিট। এছাড়া, প্রথমবারের মতো সেরা গোলরক্ষকের পুরস্কার লেভ ইয়াসিন ট্রফি জিতেছেন লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা অ্যালিসন বেকার।

এর আগে ইউয়েফা বর্ষসেরার লড়াইয়ে মেসি ও রোনাল্ডোকে পেছনে ফেলে পুরস্কার জিতেছিলেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ফন ডাইক। তবে ফিফা বর্ষসেরা পুরস্কার ঠিকই জিতেছিলেন মেসি। ইতালির মিলানে অনুষ্ঠানটি হলেও তাতে ছিলেন না রোনাল্ডো। সোমবার ব্যালন ডি’অর প্রদানের অনুষ্ঠানেও তিনি উপস্থিত হননি। অবশ্য রোনাল্ডো না এলেও তাঁর ক্লাব-সতীর্থ ডি লিট উপস্থিত ছিলেন।

মেসি-রোনাল্ডোর টানা দশ বছরের (২০০৮-১৭) রাজত্ব ভেঙে গত বছর ব্যালন ডি’অর জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মড্রিচ। ইউয়েফা ও ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতেছিলেন তিনি।

গত মৌসুমের দারুণ নৈপুণ্যের জন্য এবার ব্যালন ডি’অর পেলেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচ খেলে মেসি গোল করেছেন ৫৪টি। লিগে ৩৬ গোল করে জেতেন লা লিগা ও ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। চ্যাম্পিয়ন্স লিগেও ১২ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। ক্লাবের হয়ে জিতেছেন লিগ শিরোপা। কোপা আমেরিকায় তাঁর দেশ আর্জেন্টিনা অর্জন করে তৃতীয় স্থান।

লিভারপুলের জার্সিতে গত মৌসুমটা দুর্দান্ত ছিল ডিফেন্ডার ফন ডাইকেরও। চোখ ধাঁধানো খেলে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। লিভারপুলকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় দলের জার্সিতেও তিনি সফল। নেদারল্যান্ডসকে ইউয়েফা নেশন্স লিগের ফাইনালে ওঠানোর পেছনে অবদান ছিল তাঁর।

রোনাল্ডোরও গত মৌসুমটা ভালো গেছে। ইউভেন্টাসের হয়ে প্রথম মৌসুমেই ইতালির সিরি আ লিগ শিরোপার পাশাপাশি জিতেছেন ইউয়েফা সুপার কাপ। পর্তুগালের জার্সিতেও তিনি ছিলেন সফল। নতুন চালু হওয়া নেশন্স লিগের ফাইনালে ফন ডাইকের নেদারল্যান্ডসকে হারিয়ে জিতেছেন দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা। গত মৌসুমে ৪৩ ম্যাচে রোনাল্ডোর গোল-সংখ্যা ২৮।

ব্যালন ডি’অর বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের মেগান রাপিনো। যদিও তিনি এদিন মঞ্চে উপস্থিত ছিলেন না, তবে ভিডিও বার্তার মাধ্যমে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বর্ষসেরা হতে রাপিনো পেছনে ফেলেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ ও আরেক মার্কিন নারী অ্যালেক্স মরগানকে।

ফ্রান্সে অনুষ্ঠিত ২০১৯ নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে শিরোপা জেতাতে দারুণভাবে সহায়তা করেছেন রাপিনো। সেই প্রতিযোগিতায় দুর্দান্ত খেলে তিনি গোল্ডেন বল ও গোল্ডেন শু জেতেন।

রাপিনো এর আগে ফিফা সেরা নারী ফুটবলারের পুরস্কারও জেতেন।

Loading...