loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে আহতদের শ্রম মন্ত্রণালয়ের ৫০ হাজার টাকা করে প্রদান


কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে আহতদের শ্রম মন্ত্রণালয়ের ৫০ হাজার টাকা করে প্রদান

কেরানীগঞ্জে প্লাস্টিক সামগ্রী তৈরীর কারখানা প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ গত বুধবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদেরকে ৫০ হাজার টাকা করে অর্থসহায়তা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আহত ১৭ জনের পরিবারের হাতে মোট সাড়ে আট লক্ষ টাকা অর্থসহায়তার চেক তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম। এ-সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায় এবং একই অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের উপমহাপরিদর্শক আহমেদ বেলাল।

দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় বুধবার বিকেল সাড়ে চারটার দিকে প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এমপি। বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী এই শোক প্রকাশ করেন। শোকবার্তায় তিনি অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা এবং আহত শ্রমিকদের চিকিৎসা-সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ প্রদান করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোল্লা জালাল উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন -  যুগ্মসচিব (শ্রম) এ টি এম সাইফুল ইসলাম, শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ আমিনুল ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের উপমহাপরিদর্শক আহমেদ বেলাল এবং একই অধিদপ্তরের উপমহাপরিদর্শক (সেইফটি) মোঃ কামরুল হাসান।

আগামী সাত কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন প্রদানের লক্ষ্যে তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার কমিটি কর্তৃক কারখানাটি খতিয়ে দেখা হয় এবং ভুক্তভোগী শ্রমিক ও কারখানা সংলগ্ন এলাকার লোকজনের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়।

 – সংবাদ বিজ্ঞপ্তি

Loading...