loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ক্ষুদ্র উদ্যোক্তা ও স্টার্ট-আপদের বিনামূল্যে পণ্য ও সেবা দেবে এমসিসি লি.


ক্ষুদ্র উদ্যোক্তা ও স্টার্ট-আপদের বিনামূল্যে পণ্য ও সেবা দেবে এমসিসি লি.

একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এমসিসি লি. (মাল্টিমিডিয়া কন্টেন্ট অ্যান্ড কমিউনিকেশন্স লি:) তাঁদের একটি জনপ্রিয় পণ্য ও উক্ত পণ্য-সংশ্লিষ্ট কারিগরি-সহায়তা বিনামূল্যে প্রদানের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের যে-সকল ক্ষুদ্র উদ্যোক্তা, প্রতিষ্ঠান, স্টার্ট-আপদের নিজেদের মোবাইল রেসপন্সিভ ওয়েবসাইট রয়েছে ও মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে ইচ্ছুক, তাঁরা এমসিসি লি. এর web to app application টি সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণ করতে পারবেন।

বর্তমান সময়ে মোবাইল অ্যাপ্লিকেশনভিত্তিক নানা ধরনের সেবা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এ-কারণে অনেক ক্ষুদ্র উদ্যোক্তাই নিজের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাঁদের পণ্য ও সেবা ভোক্তাদের কাছে পৌঁছে দিতে চান। তবে বাস্তবতা হচ্ছে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের নির্মাণ-ব্যয় বহন করা অনেক সময়ই ক্ষুদ্র উদ্যোক্তা ও স্টার্ট-আপদের জন্য কঠিন হয়ে পড়ে। এমসিসি লি. এর তৈরি প্রযুক্তি web to app application-এর মাধ্যমে খুব সহজে, অল্প সময়ের মধ্যে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরী করা সম্ভব। ইতোমধ্যে এমসিসি নির্মিত এ-ধরনের পণ্য সারাবিশ্বের সহস্রাধিক স্টার্ট-আপের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে।

বিনামূল্যে শুধু মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির প্রযুক্তিই নয়, মোবাইল অ্যাপ্লিকেশনটিকে উদ্যোক্তার ব্যবসার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড করা, ইন্সটলেশন ও গুগল প্লে স্টোরে অ্যাপটিকে আপলোড করার মতো গুরুত্বপূর্ণ প্রতিটি ধাপে উদ্যোক্তাকে সহযোগিতা করবে এমসিসি লি.।

প্রতিষ্ঠানটির কারিগরি প্রধান মাইনুল ইসলাম বলেন, “দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) শ্রেণীর বিকাশে অনেকেই সৃজনশীল উদ্যোগ নিয়ে নিজের স্টার্ট আপে যুক্ত হচ্ছেন। আমরা দীর্ঘদিন ধরেই এই সকল উদ্যোক্তাদের জন্য প্রযুক্তি নিয়ে কাজ করছি। এবার আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি নির্দিষ্ট সময়ের জন্য আমাদের প্রযুক্তিটিকে উন্মুক্ত করে দিয়েছি, যাতে তাঁরা এর সুবিধা গ্রহণ করতে পারেন।”

যে-সকল উদ্যোক্তা ও স্টার্টআপ বিনামূল্যে এই পণ্য ও সেবা পেতে আগ্রহী, তাঁদেরকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে https://mcc.com.bd/products/11th-anniversary-offer/ লিঙ্কে প্রবেশ করে নাম-ঠিকানা দিয়ে নিবন্ধন করতে হবে।

এমসিসি লি. ২০০৮ সাল থেকে বাংলাদেশের আইটি শিল্পে মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। গতিশীল আইটি পেশাদার হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা, এনজিও এবং সরকারি সংস্থাগুলোর সাথে সফলতার সাথে কাজ করছে। প্রতিষ্ঠানটির গ্রাহক তালিকায় আছে বাংলাদেশ সরকার, মোজিলা, নোকিয়া, অপেরা, টেলিনর এএস, দি ডেইলি স্টার, প্রযোজক এলো, গ্রামীণফোন লিমিটেড, বিশ্ব ব্যাংক, ইউএসএআইডি, বিবিসি মিডিয়া অ্যাকশন, ইউনিসেফ, সেইভ দি চিলড্রেন প্রভৃতি।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...