loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

লেস্টারকে চার গোলে ভাসিয়ে শীর্ষে লিভারপুল


লেস্টারকে চার গোলে ভাসিয়ে শীর্ষে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা-খরা ঘোচানোর পথে অদম্য গতিতে এগিয়ে চলেছে লিভারপুল। যেকোনো প্রতিপক্ষকেই অলরেডরা উড়িয়ে দিচ্ছে সহজেই। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ক্লাবটির কাছে বিধ্বস্ত হলো লেস্টার সিটি।

২০১৯/২০ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপার অন্যতম দাবিদার হয়ে লিভারপুল ও লেস্টার। ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা তালিকার শীর্ষে থাকলেও তাঁদেরকে চোখ রাঙাচ্ছিল ব্রেন্ডন রজার্সের দল; যেন এরই শোধ তুললো গতবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।

এদিন ক্রিসমাসের আনন্দের রেশ কাটতে কাটতেই মাঠে নামতে হয় লিভারপুলকে। বক্সিং ডে ম্যাচ জিতে অবশ্য সমর্থকদের উৎসবের আনন্দটা দ্বিগুণ করে দিয়েছে দলটি। কিং পাওয়ার স্টেডিয়ামে রবার্তো ফিরমিনোর জোড়া গোলে লেস্টারকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে ৩১ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের পাস থেকে লেস্টারের জালে বল জড়িয়ে দেন ফিরমিনো (১-০)।

ঘরের মাঠে গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায় লেস্টার। তবে দ্বিতীয়ার্ধে সাত-আট মিনিটের লিভারপুল-ঝড়ে ছিন্নভিন্ন হয়ে যায় দলটি। ৭০ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি জেম্স মিলনার (২-০)।

৭৪ মিনিটে ফের মাঠ আলোকিত করেন ফিরমিনো। এবারও তাঁর গোলটিতে সহায়তা করেন আর্নল্ড (৩-০)। দুই গোলে সহায়তা করার পাশাপাশি নিজেও দলের হয়ে শেষ গোলটি করেন এই বৃটিশ ডিফেন্ডার। সাদিও মানের পাস থেকে ৭৮ মিনিটে গোলের দেখা পান আর্নল্ড (৪-০)। 

এই জয়ে পয়েন্ট টেবিলে ১৩ পয়েন্ট এগিয়ে গেছে লিভারপুল। ১৮ ম্যাচে এখন পযর্ন্ত অপরাজিত অলরেডদের পয়েন্ট ৫২। দলটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেস্টার।

Loading...