loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

সাউদ্যাম্পটনের কাছে ঘরের মাঠে হারলো চেলসি


সাউদ্যাম্পটনের কাছে ঘরের মাঠে হারলো চেলসি

ক্রিসমাসের ছুটির আনন্দের রেশ কাটতে না কাটতেই মাঠে নেমেছিল চেলসি। কিন্তু নিজেদের মাঠে সমর্থকদের আরেকটি আনন্দের উপলক্ষ্য এনে দিতে পারেননি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা। নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে বক্সিং-ডে’তে সাউদ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে ব্লুজরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ম্যাচের লাগামটা ছিল অবশ্য চেলসির হাতে। শুরু থেকে গোলের প্রচেষ্টা অব্যাহত ছিল দলটির। কিন্তু ৩১ মিনিটে ম্যাচ প্রতিকূলে চলে যায় ল্যাম্পার্ডের দলের। হজবার্গের পাস থেকে স্টামফোর্ডের দর্শকদের চুপ করে দেন স্ট্রাইকার মাইকেল ওবাফেমি (১-০।

এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালান উইলিয়ান-জোর্গিনহোরা। কিন্তু কোনোভাবেই সাউদ্যাম্পটনের রক্ষণদেয়াল ভাঙা সম্ভব হয়নি। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ঢেউ তোলে ল্যাম্পার্ড-বাহিনী। যাহোক, ৭৩ মিনিটে উল্টো দ্বিতীয় গোল হজম করে বসে ব্লুজরা। 

বাকি সময়ও ম্যাচে ফিরতে জোরালো আক্রমণ করেছে তাঁরা, তবে সাউদ্যাম্পটনের রক্ষণভাগের ফাটল ধরাতে পারেনি।

অবশ্য হারলেও ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার আগের অবস্থান ধরে রেখেছে ক্লাটি। ১৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তাঁরা। সমান-সংখ্যক ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে সাউদ্যাম্পটন। ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

Loading...