loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

এসি মিলানেই ফিরলেন ইব্রাহিমোভিচ


এসি মিলানেই ফিরলেন ইব্রাহিমোভিচ

অবশেষে সত্যি হলো সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে য্লাতান ইব্রাহিমোভিচের ফের ঠিকানা হলো এসি মিলান। আগামী বছরের জুন পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতে খেলবেন সুইডেনের এই কিংবদন্তি ফুটবলার। শর্ত অনুযায়ী, এই মেয়াদ শেষ হওয়ার পরে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করার সুযোগ থাকছে তাঁর। শুক্রবার রাতে (২৭ ডিসেম্বর) ৩৮ বছর বয়সী ইব্রার ক্লাবে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে মিলান। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

এর আগে ২০১০ থেকে ২০১২ মৌসুম পর্যন্ত এসি মিলান ছিলেন ইব্রাহিমোভিচ। ২০১০-১১ মৌসুমে খেলেছিলেন ধারে, ২০১১-১২ মৌসুমে ছিলেন চুক্তিবদ্ধ হয়ে। এরপর পাড়ি জমিয়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেইতে।

প্রথম দফায় মিলানে থাকাকালে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৫ ম্যাচে ৫৬ গোল করেছিলেন দীর্ঘদেহী এই ফরোয়ার্ড। প্রথম মৌসুমে জিতেছিলেন ইতালিয়ান সিরি আ ও ইতালিয়ান সুপার কাপের শিরোপা।

মিলানের সেই সুদিন অবশ্য এখন নেই। এবারের মৌসুমেও ধুঁকছে তারা। ১৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দলটি আছে পয়েন্ট তালিকার ১১ নম্বরে।

সান সিরোতে (মিলানের নিজের মাঠ) ফেরা নিয়ে ইব্রা বলেছেন, “আমি একটি ক্লাবে ফিরছি - যাঁদের আমি ভীষণ শ্রদ্ধা করি। এমন একটি শহরে ফিরছি - যা আমি ভালোবাসি। এই মৌসুমের গতিপথ বদলাতে আমি আমার সতীর্থদের সঙ্গে লড়াই করবো এবং লক্ষ্য অর্জনে যা-যা করা দরকার - তা আমি করবো।”

ক্যারিয়ারে ইব্রাহিমোভিচ বলতে গেলে যাযাবর-ই। এই নিয়ে নবমবারের মতো ক্লাব পরিবর্তন করেছেন তিনি। সবশেষ তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল এল এ গ্যালাক্সিতে। তবে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে গত মাসে তা আর নবায়ন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ইব্রার ইউরোপে ফেরার গুঞ্জন ভাসতে থাকে। তিনি নিজেও একই ইচ্ছার কথা জানান।

মিলানের সঙ্গে সঙ্গে ইব্রার নতুন গন্তব্য হিসেবে উচ্চারিত হয়েছিল ইতালিয়ান ক্লাব বোলোনিয়া ও নাপোলির নামও। শুধু তা-ই নয়, ইংল্যান্ডের এভারটন, টটেনহ্যাম হটস্পার, এমনকি - আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের সঙ্গেও নাম জড়ানো হয় ইব্রাহিমোভিচের। যাহোক, নিজের সাবেক ক্লাবকেই শেষ পর্যন্ত বেছে নিলেন তিনি।

Loading...