loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাবদাহের সতর্কতা জারি

  • সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের সংশোধিত ফলাফল প্রকাশিত

  • অভিনেতা ওয়ালিউল হক রুমি আর নেই

  • এফএ কাপে টাইব্রেকারে জিতে ফাইনালে ম্যানইউ

  • ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল

জাসুসের জোড়া গোলে বছরের শুরুতে ম্যানসিটির জয়


জাসুসের জোড়া গোলে বছরের শুরুতে ম্যানসিটির জয়

ম্যাচ জিতে নতুন বছরকে স্বাগত জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদে বুধবার (১ জানুয়ারি) রাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জাসুসের দুই গোলে সিটিজেনরা ২-১ ব্যবধানে হারিয়েছে এভারটনকে।

এদিন শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল পেপ গার্ডিওলার দল। তবে, একের পর এক আক্রমণ অব্যাহত করলেও মিনা-কোলম্যানদের রক্ষণব্যুহ ভাঙতে পারছিল না সিটি। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।

যাহােক, দ্বিতীয়ার্ধে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি সিটিকে। ৫১ মিনিটে গুন্দোগানের পাস থেকে ভক্তদের উল্লাসে ভাসান জাসুস (১-০)। উদযাপন তাজা থাকতেই আবারও সিটিজেনদের এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান তারকা। ৫৮ মিনিটে রিয়াদ মাহারেজের পাস থেকে এভারটনের জালে দ্বিতীয়বার বল স্পর্শ করান জাসুস (২-০)। 

বাকি সময়ে গোলের বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়াতে পারতো সিটিজেনরা।

৭১ মিনিটে এভারটনের এক গোল শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

এই জয়ে ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থান ধরে রেখেছে ম্যানসিটি। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে এভারটন। ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল-ই।

Loading...