loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বঙ্গবন্ধু বিপিএল: খুলনাকে হারিয়ে শীর্ষে ঢাকা


বঙ্গবন্ধু বিপিএল: খুলনাকে হারিয়ে শীর্ষে  ঢাকা

বঙ্গবন্ধু বিপিএল
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম; শুক্রবার (৩ জানুয়ারি) 

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৭২/৪ (আসিফ ৩৯*, মুমিনুল ৩৮, আরিফুল ৩৭*; আমির ২/২৭, শফিউল ১/৪৪, আমিনুল ১/১৫)
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৬০/৮ (মুশফিক ৬৪, নাজিবুল্লাহ ৩১; হাসান ৪/৩২, মাশরাফি ১/২৬, শাদাব ১/২৫, থিসারা ১/৩৬)
ফলাফল: ঢাকা প্লাটুন ১২ রানে জয়ী

দারুণ লড়াই করেছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। আফগান তারকা নাজিবুল্লাহ জাদরান তাঁকে একটু সঙ্গ দেন; এছাড়া অন্যকোনো ব্যাটসম্যান দায়িত্ব নিতে না পারায় বৃথা গেছে মুশফিকের লড়াই। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে শুক্রবার জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা প্লাটুন। খুলনা টাইগার্সকে ১২ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মাশরাফি বিন মুর্তজার দলটি।

এদিন ১৭৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি খুলনা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তাঁরা। ফলে দলীয় ৪৪ রানে টপ অর্ডারের চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। এরপর আফগানিস্তান রিক্রুট নজিবুল্লাহ জাদরানকে দলের হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম। ৫৬ রানের জুটি গড়ে দলের ইনিংস মেরামত করেন এই দুই ব্যাটসম্যান। তবে রানের গতি তেমন বাড়াতে পারেননি তাঁরা। ব্যক্তিগত ৩১ রানে নজিবুল্লাহর বিদায়ে এই জুটি ভাঙলে ফের চাপে পড়ে যায় দলটি।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান মুশফিক। মাঠের চারপাশ দিয়ে দারুণ সব শট খেলেছেন। মাত্র ৩৩ বলে করেন ৬৪ রান। ছয়টি চারের সঙ্গে মেরেছেন চারটি ছক্কা। কিন্তু তাঁর লড়াই দলের জন্য যথেষ্ট হয়নি, পরাজয়ে ব্যবধানই কমেছে শুধু। 

হাসান মাহমুদের বলে তিনি বিদায় নিলে কার্যত তখনই হেরে যায় দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৬০ রানের বেশি করতে পারেনি তাঁরা। ঢাকার পক্ষে চার ওভার বল করে ৩২ রান খরচ করে চার উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল ঢাকার। ৪৫ রানের সূচনা জুটি উপহার দেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। তবে এ-জুটি ভাঙতেই দ্রুত তিনটি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে দলটি। এরপর চতুর্থ উইকেটে মুমিনুল হকের সঙ্গে দলের হাল ধরেন আরিফুল হক। ৫৬ রানের জুটি উপহার দেন এই দুই ব্যাটসম্যান। তাতে চাপ সামলাতে পারলেও রানের গতি বেশি সচল রাখতে পারেননি তাঁরা। তবে শেষ দিকে আসিফ আলির ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহই পায় দলটি। নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭২ রান করেছে ঢাকা।

মাত্র ১৩ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন আসিফ। দুইটি চার ও চারটি ছক্কায় নিজের ইনিংস সাজান এই পাকিস্তানি ব্যাটসম্যান। এছাড়া ৩৬ বলে ৩৮ রান করেছেন মুমিনুল। আরিফুলের ব্যাট থেকে আসে ৩৭ রান। খুলনার পক্ষে ২৭ রান খরচ করে দুই উইকেট শিকার করেছেন মোহাম্মদ আমির।

এই ম্যাচ জিতে নয় ম্যাচে ছয়টি জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো ঢাকা। অবশ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যাল্স-এর পয়েন্টও ১২, তবে কে রানরেটে শীর্ষে আছে ঢাকা। আট ম্যাচে পাঁচ জয়ে খুলনার সংগ্রহ ১০ পয়েন্ট।

Loading...