loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বিপিএল: রাজশাহীকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম


বিপিএল: রাজশাহীকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম

বঙ্গবন্ধু বিপিএল; মঙ্গলবার (৭ জানুয়ারি)
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী রয়্যাল্স: ২০ ওভারে ১৬৬/৮ (লিটন ৫৬, মালিক ২৮, রেজা ২১*; রুবেল ৩/২০, জিয়া ৩/১৮)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৮.৩ ওভারে ১৭০/৩ (ইমরুল ৬৭*, সিমন্স ৫১, গেইল ২৩; রাব্বি ১/২০, রেজা ১/১৭)
ফলাফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ উইকেটে জয়ী

বঙ্গবন্ধু বিপিএল-এ দুই দলেরই নকআউট পর্বে উত্তরণ নিশ্চিত হয়েছিল আগেই, তবে মঙ্গলবারের (৭ জানুয়ারি) ম্যাচে ছিল শীর্ষস্থানে ফেরা বা ধরে রাখার লড়াই। আর সেই লড়াইয়ে রাজশাহী রয়্যাল্সকে হারিয়ে শীর্ষে উঠেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইমরুল কায়েসের দারুণ ব্যাটিংয়ে সাত উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বন্দরনগরীর দলটি।

জয়ের লক্ষ্য তাড়ায় চট্টগ্রামের শুরুটা ছিল দারুণ। এবারের আসরে প্রথমবারের মতো খেলতে নেমে ঝড়ের ইঙ্গিত দিচ্ছিলেন ক্রিস গেইল। আফিফ হোসেনের করা ইনিংসের তৃতীয় ওভারে তিনটি ছক্কা ও একটি চারে ২২ রান নেন তিনি। তবে এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। কামরুল ইসলাম রাব্বির বলে খোঁচা দিতে গিয়ে আউট হয়েছেন উইকেটরক্ষক ইরফান শুক্কুরের হাতে ক্যাচ দিয়ে।

তবে গেইল না পারলেও পেরেছেন জাতীয় দলের সতীর্থ লেন্ডল সিমন্স। ইমরুল কায়েসের সঙ্গে ৭৭ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন। তবে অসহায় রানআউট হয়েছেন তিনি। ক্রিজে ঢুকেও পা শূন্যে থাকায় প্রস্থান হয় তাঁর। এর আগে আরেক ক্যারিবিয়ান রাদারফোর্ডও একইভাবে আউট হয়েছিলেন এবারের বিপিএল-এ।

যাহােক, সিমন্স না থাকার প্রভাব পড়তে দেননি ইমরুল, ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। ৪১ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ৪১ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংসটি। সিমন্সের ব্যাট থেকে এসেছে ৫১ রান। ফলে নয় বল হাতে রেখে জেতে দলটি।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রাজশাহী। চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা আগ্রাসী হতে পারেননি রাজশাহীর ব্যাটসম্যানরা। লিটন কুমার দাস ছাড়া আর কোনো ব্যাটসম্যান তেমন টেকসইও হতে পারেননি। হয়তাে পারতেন না লিটনও; কারণ ব্যক্তিগত ১৪ রানে রুবেল হোসেনের বলে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। দৌড়ে গিয়ে সেই ক্যাচ লুফে নিতে পারেননি ক্যাসরিক উইলিয়াম্স; অথচ সামনেই দাঁড়িয়ে ছিলেন লেন্ডল সিমন্স।

লাইফ পেয়ে শেষ পর্যন্ত ৪৫ বলে ৫৬ রান করেছেন লিটন। পাঁচটি চার ও দুইটি ছক্কায় ইনিংস সাজান এই ওপেনার। তবে শেষ দিকে ফরহাদ রেজার ঝলকে লড়াইয়ের পুঁজি কিছুটা বড় হয় রাজশাহীর। মাত্র আট বলে একটি চার ও দুইটি ছক্কায় ২১ রানের ইনিংস খেলেছেন রেজা। এছাড়া শোয়েব মালিকের ব্যাট থেকে এসেছে ২৮ রান।

চট্টগ্রামের পক্ষে দারুণ বোলিং করেছেন রুবেল হোসেন ও জিয়াউর রহমান। দু’জনই শিকার করেছেন তিনটি করে উইকেট।

Loading...