loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

মুজিববর্ষে জাতীয় স্কুল ক্রিকেট হবে বঙ্গবন্ধুর নামে


মুজিববর্ষে জাতীয় স্কুল ক্রিকেট হবে বঙ্গবন্ধুর নামে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় স্কুল ক্রিকেটের ২০১৯-২০ আসর হবে বঙ্গবন্ধুর নামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টটি। আগামী ২০ জানুয়ারি থেকে দেশের ৬৪ জেলায় একযোগে শুরু হবে দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট-উৎসব। বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে সারাদেশের ৫৫৬ স্কুলের প্রায় ১১ হাজার ক্ষুদে ক্রিকেটার অংশ নেবে।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র মিডিয়া লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের নতুন লোগো উন্মোচন করায় হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ, বিসিবি’র পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন ও প্রাইম ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ব্র্যান্ডস নাজমুল করিম চৌধুরী। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সুজন বলেন, ‘স্কুল ক্রিকেট আস্তে আস্তে তার হারানো ঐতিহ্য ফিরে পেতে শুরু করেছে। এবার অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের চার ক্রিকেটারের অভিজ্ঞতা রয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট খেলার। বয়সভিত্তিক সব জাতীয় দলেই এখন স্কুল ক্রিকেট খেলা ক্রিকেটারের সংখ্যা অনেক।’

লোগো উন্মোচন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশেই সরকারি-বেসরকারি উদ্যোগে চলছে নানা আয়োজন। বঙ্গবন্ধুর নামেই হচ্ছে এবারকার স্কুল ক্রিকেট। প্রতি বছর রেকর্ড সংখ্যক ক্ষুদে ক্রিকেটার অংশ নেয় স্কুল ক্রিকেটে। এবারকার আয়োজন নিশ্চয়ই সবার জন্য দারুণ স্মরণীয় হয়ে থাকবে। আমরা এর সঙ্গী হতে পেরে গর্বিত।’

৬৪ জেলার চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে হবে বিভাগীয় চ্যাম্পিয়নশিপ, সাত বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রোর সেরা দলের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। দেশের ৭০টি ভেন্যুতে হবে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট ৯৬০টি ম্যাচ। 

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুল ও রানার্স আপ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া।

উল্লেখ্য, গত চার বছর ধরে জাতীয় স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করছে প্রাইম ব্যাংক লিমিটেড।

Loading...