loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইউরোপের ফুটবল লিগে লিভারপুলের নতুন রেকর্ড


ইউরোপের ফুটবল লিগে লিভারপুলের নতুন রেকর্ড

শনিবার (১১ জানুয়ারি) টটেনহ্যাম হটস্পারকে হারানোর পরে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি ২০১৯-২০ মৌসুমে ২১ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট হয়েছে ৬১। ইউরোপের সেরা পাঁচ ফুটবল লিগের ইতিহাসে কোনো মৌসুমের প্রথম ২১ ম্যাচ পরে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড এটি। ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা পেছনে ফেলেছেন একই লিগের ম্যানচেস্টার সিটি, স্পেনের লা লিগার বার্সেলোনা, ইতালির সিরি আ’র ইউভেন্টাস, জার্মানির বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের লিগ ওয়ান-এর প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-কে।

২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম ২১ ম্যাচ শেষে ম্যান সিটির পয়েন্ট ছিল ৫৯। তাঁরা জিতেছিল ১৯ ম্যাচে, ড্র করেছিল দু’টিতে। সিটিজেনদের টপকে গিয়ে এবার অপ্রতিরোধ্য গতিতে এগোতে থাকা লিভারপুল জিতেছে ২০টি ম্যাচে। মাত্র একটিতে ক্লাবটি পয়েন্ট ভাগাভাগি করেছে। দুর্দান্ত ছন্দ দেখিয়ে চলা ‘অলরেড’রা রয়েছে ইংলিশ লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ইতোমধ্যে শিরোপা জয়ের পথে তাঁরা এগিয়ে গেছে অনেক। লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির লিভারপুলের চেয়ে ১৬ পয়েন্ট পিছিয়ে। তার ওপর একটি ম্যাচ বেশি খেলেছে লেস্টার। ম্যান সিটি ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

২০১০-১১ ও ২০১২-১৩ মৌসুমে দু’বার লা লিগার প্রথম ২১ ম্যাচে শেষে বার্সার সংগ্রহ ছিল ৫৮ পয়েন্ট। সমান-সংখ্যক ম্যাচ শেষে ২০১৮-১৯ মৌসুমের সিরি আ’তে ইউভেন্টাস ও ২০১৩-১৪ মৌসুমের বুন্দেসলিগায় বায়ার্ন পেয়েছিল সমান ৫৯ পয়েন্ট। 

২০১৫-১৬ মৌসুমের লিগ ওয়ানে ২১ ম্যাচ শেষে পিএসজির সংগ্রহে ছিল ৫৭ পয়েন্ট। ক্লপ-বাহিনী এবার সবাইকে ছাড়িয়ে গেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ ৩৮ ম্যাচে অপরাজেয় রয়েছে লিভারপুল। গত বছরের ৩ জানুয়ারি ম্যানসিটির কাছে শেষবার পরাজয়ের পরে তাঁরা জিতেছে ৩৩ ম্যাচে, ড্র করেছে পাঁচটি। ইংল্যান্ডের পেশাদার ফুটবলের সর্বোচ্চ স্তরে এটাই লিভারপুলের সবচেয়ে বেশি ম্যাচে টানা অপরাজিত থাকার রেকর্ড। ক্লাবটির টানা অপরাজিত থাকার আগের রেকর্ডটি প্রায় ১২৬ বছরের পুরনো। টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার পরে ১৮৯৪ সালে প্রথম পরাজিত হয়েছিল তাঁরা।

শনিবার রাতে টটেনহ্যামের মাঠে ১-০ গোলে জিতেছে লিভারপুল। অলরেডদের জয়ের নায়ক রবার্টো ফিরমিনো। ম্যাচের ৩৭তম মিনিটে মোহাম্মদ সালাহর কাছ থেকে বল পেয়ে শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমের লিগে এটি তাঁর সপ্তম গোল।

ইংল্যান্ডের পেশাদার ফুটবলের সর্বোচ্চ শিরোপা ১৯৮৯-৯০ মৌসুমের পরে আর জিততে পারেনি লিভারপুল। প্রিমিয়ার লিগের গত মৌসুমে ৯৭ পয়েন্ট নিয়েও অবিশ্বাস্যভাবে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় ক্লাবটিকে। তবে এই মৌসুমে লিভারপুল যেন ধরা-ছোঁয়ার বাইরে। ৩০ বছর পরে লিগ শিরোপা জয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে একের পর এক দুর্দান্ত ম্যাচ উপহার দিয়ে যাচ্ছে তাঁরা।

Loading...