loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

আগুয়েরোর হ্যাটট্রিক রেকর্ড, ভিলায় ম্যানসিটির গোল-উৎসব


আগুয়েরোর হ্যাটট্রিক রেকর্ড, ভিলায় ম্যানসিটির গোল-উৎসব

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। ভিলার নিজের মাঠ পার্ক ভিলায় রোববার (১২ জানুয়ারি) সিটির এই গোল-উৎসবে প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের দ্বাদশ হ্যাটট্রিক করেছেন সার্জিও আগুয়েরো। শুধু তাই নয়, ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে বিদেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোলদাতাও এখন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। আর্সেনাল কিংবদন্তি ফ্রান্সের থিয়েরি অঁরিকে (১৭৫ গোল) ছাড়িয়ে (১৭৭ গোল) চেল্সি গ্রেট ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গী হয়েছেন তিনি।

শুধু ইংল্যান্ডের অ্যালান শিয়েরার, ওয়েইন রুনি ও অ্যান্ডি কোল্ তাঁর চেয়ে এগিয়ে আছেন। তবে হ্যাটট্রিকের ক্ষেত্রে আগুয়েরোর রেকর্ডের কাছাকাছি শিয়েরার ছাড়া কেউই নেই।

ম্যানসিটির কাছে বিধ্বস্ত হয়ে রেলিগেশন জোনে নেমে গেছে অ্যাস্টন ভিলা। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে লিভারপুলের কাছে ০-৬ গোলে উড়ে যাওয়ার পরে এটিই ক্লাবটির সবচেয়ে বড় পরাজয়।

এদিন সিটির হয়ে আগুয়েরো ছাড়াও গোল পেয়েছেন রিয়াদ মাহারেজ ও গ্যাব্রিয়েল জাসুস। এর মধ্যে মাহারেজ করেছেন সিটির প্রথম দুই গোল; আর ব্রাজিলিয়ান স্ট্রাইকারের গোলটি এসেছে প্রথমার্ধের যোগ হওয়া সময়ে। অবশ্য দ্বিতীয়ার্ধের একেবারে শেষে পেনাল্টি থেকে ভিলা একটি গোল শোধ করেছে।

এই জয়ে সিটিজেনরা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দুই উঠলো; যদিও শীর্ষে থাকা লিভারপুল এখনও এক ম্যাচ কম খেলেই ১৪ পয়েন্ট এগিয়ে আছে।

Loading...