loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

তিন দফায় পাকিস্তান সফর করবে টাইগাররা


তিন দফায় পাকিস্তান সফর করবে টাইগাররা

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সফরের ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে দুই বোর্ড। পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসে তিনটি টি-টোয়েন্টি খেলার পরে আরও দুই দফায় পাকিস্তানে দু’টি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে টাইগাররা। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুবাইতে আইসিসি’র সভার ফাঁকে আলোচনা হয় বিসিবি ও পিসিবি’র মধ্যে। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে দুই পক্ষ একমত হওয়ার পরে বাংলাদেশের পাকিস্তান সফরের চূড়ান্ত ঘোষণা এসেছে। দুই বোর্ডের মধ্যকার জট খুলতে সাহায্য করায় মনোহরকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান। 

জানা গেছে, আগামী ২৪-২৭ জানুয়ারি প্রথম দফায় লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। এরপর ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে টাইগাররা খেলবে প্রথম টেস্ট। সেই টেস্ট খেলে দেশে ফিরে আসবে দল। তারপর আবার এপ্রিল মাসে পাকিস্তান যাবে বাংলাদেশ। ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডের পরে ৫ এপ্রিল থেকে সেখানেই হবে দ্বিতীয় টেস্ট।

গত রোববার বোর্ড সভা শেষে পাকিস্তান সফরের ব্যাপারে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। খুব সংক্ষিপ্ত সময়ের জন্য ছাড়া পাকিস্তানে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছিলেন না তিনি। যাহোক, দু’দিনের মধ্যেই বদলে গেছে পরিস্থিতি। একবার নয় - তিনবার পাকিস্তানে গিয়ে ক্রিকেটের তিন সংস্করণেই খেলবে বাংলাদেশ। শুধু তা-ই নয়, টেস্ট ও টি-টোয়েন্টির সঙ্গে আইসিসির ভবিষ্যত সূচির বাইরে একটি ওয়ানডে খেলতেও রাজী হয়েছে বিসিবি।

সফরসূচি

২৪ জানুয়ারি: প্রথম টি-টোয়েন্টি (লাহোর)

২৫ জানুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টি (লাহোর)

২৭ জানুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টি (লাহোর)

৭-১১ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট (রাওয়ালপিন্ডি)

৩ এপ্রিল: ওডিআই (করাচি)

৫-৯ এপ্রিল: দ্বিতীয় টেস্ট (করাচি)

Loading...