loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ফিঞ্চ-ওয়ার্নারের শতরানে উড়ে গেল ভারত


ফিঞ্চ-ওয়ার্নারের শতরানে উড়ে গেল ভারত

প্রথম ওডিআই, ১৪ জানুয়ারি, মুম্বাই

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৪৯.১ ওভারে ২৫৫ (ধাওয়ান ৭৪, রাহুল ৪৭, পান্ত ২৮; স্টার্ক ৩/৫৬, কামিন্স ২/৪৪, রিচার্ডসন ২/৪৩, জাম্পা ১/৫৩, অ্যাগার ১/৫৬)
অস্ট্রেলিয়া: ৩৭.৪ ওভারে ২৫৮/০ (ওয়ার্নার ১২৮*, ফিঞ্চ ১১০*; শামি ০/৫৮, বুমরাহ ০/৫০, ঠাকুর ০/৪৩, কুলদীপ ০/৫৫, জাদেজা ০/৪১)
ফলাফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: ডেভিড ওয়ার্নার
সিরিজ: তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে

বোলিংয়ে ভারতীয়দের অল্প রানে বেধে দিয়েছিলেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা। ফলে, মাঝারি লক্ষ্য অতিক্রমে নেমে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের অপরাজিত সেঞ্চুরিতেই হেসেখেলে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শিখর ধাওয়ানের অর্ধশত রানে ভারত পাঁচ বল বাকী থাকতেই গুটিয়ে গিয়েছিল ২৫৫ রান। জবাবে ৭৪ বল হাতে রেখে দুই ওপেনারের সেঞ্চুরিতে সেই রান টপকে ১০ উইকেটের সর্বোচ্চ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজে দলটি এগিয়ে গেলো ১-০ ব্যবধানে।

শিশিরে ভেজা মাঠে ব্যাট করতে নেমে মোটামুটি সহজ লক্ষ্য পার হতে তেমন বেগ পেতে হয়নি অজিদের। ফিঞ্চ-ওয়ার্নার ওপেন করতে নেমে অনায়াসে তুলতে থাকেন রান। তাঁদেরকে ধরে রাখতে পারেননি মোহাম্মদ শামি, জাসপ্রিত বুম্রাহরা।

ওয়ার্নার ছিলেন তুলনামূলকভাবে বেশি চঞ্চল, ফলে সেঞ্চুরিটি তিনিই আগে পেয়েছেন। শেষ পর্যন্ত ১১২ বলে ১৭ চার তিন ছক্কায় ১২৮ রানে অপরাজিত থেকেছেন তিনি। ১১৪ বলে ১৩ চার দুই ছক্কায় ১১০ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফিঞ্চ-ও।

আগে টস জিতে ভারতকে ব্যাট করতে দিয়ে শুরুতেই চেপে ধরে অস্ট্রেলিয়া। স্টার্কের বলে রোহিত শর্মা ফেরেন মাত্র ১০ রান করে। দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে জুটি গড়েন ধাওয়ান; আসে ১২১ রান। ধাওয়ানের ব্যাট থেকে এসেছে দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান। রাহুল করেছেন ৪৭। দারুণ খেলতে থাকা এই দুই ব্যাটসম্যানকে পরপর ফিরিয়ে দেন অ্যাস্টন অ্যাগার ও কামিন্স। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিক দল।

লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান ভিরাট কোহলি। মাত্র চার রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন শ্রেয়াস আইয়ার। রিষভ পান্ত, রবীন্দ্র জাদেজারা সেট হয়েও টানতে পারেননি ইনিংস। ফলে তেমন ভালো স্কোর করতে পারেনি ভারত।

একদিনের আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো ভারতকে এত বড় ব্যবধানে হারালো। অন্যদিকে ভারত ২০০৫ সালের পরে এই ব্যবধানে পরাজিত হলো।

Loading...