loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

মেসির গোলে গ্রানাডাকে হারিয়েছে বার্সা


মেসির গোলে গ্রানাডাকে হারিয়েছে বার্সা

স্পেনের লিগে রোববার (১৯ জানুয়ারি) রাতে গ্রানাডাকে ১-০ গোলে হারিয়েছে এফ.সি. বার্সেলোনা। ন্যু ক্যাম্পের এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে ফের শীর্ষে উঠেছে বার্সেলোনা। ২০ ম্যাচ শেষে দুই দলের পয়েন্টই ৪৩, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে মেসিরা।

নতুন কোচ কিকে সেতিয়েনের অধীনে প্রথম ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ রেখে খেলেছে ক্যাটালান ক্লাবটি। প্রথমার্ধে ৮২ শতাংশ বলে দখল রেখেছিল দলটি - যা শেষ পর্যন্ত হয় ৮৩ শতাংশ। বারপোস্টে মোট ১৮টি শট নেয় মেসি-গ্রিজমানরা - যার ছয়টি ছিল লক্ষ্যে; তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৭৬ মিনিট পর্যন্ত।

এদিন সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সা। আতোঁয়ান গ্রিজমানের কাছ থেকে বল পেয়ে ডান প্রান্ত থেকে প্রতিপক্ষ এক খেলোয়াড়কে কাটিয়ে কোণাকোণি এক শট নিয়েছিলেন আন্সু ফাতি, তবে ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন গ্রানাডার গোলরক্ষক রুই সিলভা। চার মিনিট পরে মেসির বাড়ানো বল ধরে ফাতিকে আড়াআড়ি পাস দেন জর্দি আলবা, তবে লক্ষ্যে শট রাখতে পারেননি ফাতি।

উনবিংশ মিনিটে মেসির ক্রস থেকে ভালো জায়গায় বল পেয়েছিলেন আর্তুরু ভিদাল, কিন্তু তাঁর দুর্বল শট সহজেই ধরে ফেলেন গ্রানাডা গোলরক্ষক সিলভা। দুই মিনিট পরে জর্দি আলবার পাস থেকে গোলমুখে একেবারে ফাঁকায় বল পেয়েছিলেন ফাতি। প্রয়োজন ছিল শুধু ছোঁয়া, কিন্তু বলে পা লাগাতে ব্যর্থ হন এই তরুণ।

৪০তম মিনিটে ফাতিকে ফাঁকায় পাস দিয়েছিলেন মেসি, তবে নিজে শট না নিয়ে আড়াআড়ি ক্রস দিতে গিয়ে সেই সুযোগ নষ্ট করেন তিনি। ৪৫তম মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া হয় বার্সেলোনার। আলবার ক্রস থেকে মেসির শট বারপোস্ট ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা বাড়ে স্বাগতিকদের।

৫০তম মিনিটেও এগিয়ে যাওয়া সুযোগ ছিল বার্সার। ফাতির কাছ থেকে বল দারুণ শট নিয়েছিলেন মেসি। কিন্তু এবারও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর ইভান রাকিতিচের দূরপাল্লার শট লক্ষ্যে থাকেনি। পরের মিনিটেই মেসির সঙ্গে দেওয়া নেওয়া করে গোলরক্ষককে একেবারে ফাঁকায় পেয়ে গিয়েছিলেন ভিদাল; কিন্তু বল নিয়ন্ত্রণে দেরি করায় নষ্ট হয় সেই সুযোগ।

৬৬তম মিনিটে গোল প্রায় খেয়ে ফেলেছিল বার্সেলোনা। পিকে ভুলে নিজের অর্ধে বল হারায় দলটি। বল ধরে কার্লোস ফার্নান্দেজ ফাঁকায় বল দেন ইয়ান এটেকিকে। দারুণ শটও নিয়েছিলেন এই ক্যামেরুন তারকা। কিন্তু গোলরক্ষককে মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে ফাঁকি দিলেও বারপোস্টে লেগে ফিরে আসলে বেঁচে যায় বার্সেলোনা। 

দুই মিনিট পর রাকিতিচের পাস থেকে লক্ষ্যে জোরালো শট নিয়েছিলেন গ্রিজমান, কিন্তু ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন গোলরক্ষক সিলভা।

৭০তম মিনিটে বড় ধাক্কা খায় গ্রানাডা; নয় মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হারমান সানচেজ। এর চার মিনিট পরে আলবার ক্রস থেকে ভালো সুযোগ ছিল গ্রিজমানের, কিন্তু বল লক্ষ্যে রাখতে পারেননি তিনি। 

৭৬তম মিনিটে গোলের দেখা পায় বার্সা। মেসির বাড়ানো বল ধরে ভিদালকে পাস দিয়েছিলেন গ্রিজমান। দারুণ এক ব্যাকহিলে মেসিকে কাটব্যাক করেন ভিদাল। চরম বুদ্ধিদীপ্ত শটে বল জালে পাঠাতে ভুল করেননি বার্সা-দলপতি মেসি।

৭৯তম মিনিটে বুসকেতসের কাটব্যাক থেকে দূরপাল্লার দারুণ এক শট নিয়েছিলেন মেসি। তবে দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে সে শট ঠেকিয়ে দেন গোলরক্ষক সিলভা। এর পাঁচ মিনিট পর সহজ এক সুযোগ মিস করেন গ্রিজমান। প্রায় মাঝ মাঠ থেকে কাটিয়ে বাঁ-প্রান্তে এই ফরাসিকে বল দিয়েছিলেন বদলি খেলোয়াড় রিকি পুজ। কিন্তু শট লক্ষ্যে রাখতে পারেননি গ্রিজমান। 

এরপর আরও কিছু আক্রমণ করলেও তা থেকে গোল না হলে এক গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বার্সেলোনাকে।

Loading...