loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

রোনাল্ডোর জোড়া গোলে পার্মাকে হারালো ইউভেন্টাস


রোনাল্ডোর জোড়া গোলে পার্মাকে হারালো ইউভেন্টাস

ক্রিস্টিয়ানো রোনাল্ডো আবারও জ্বলে উঠলেন। জোড়া গোল করে পার্মার বিপক্ষে নিজের ক্লাব ইউভেন্টাসকে দারুণ এক জয় এনে দিয়েছেন তিনি। এতে টানা চার জয়ে ইন্টার মিলানের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও পোক্ত করেছে তুরিনের ওল্ড লেডিখ্যাত দলটি।

সোমবার (২০ জানুয়ারি) সিরি আ’র এই ম্যাচের শুরু থেকেই চাপিয়ে খেলেছে ইউভেন্টাস। অষ্টম মিনিটে কর্নার থেকে হেড নিয়েছিলেন অ্যালেক্স সান্দ্রো, কিন্তু অল্পের জন্য সেটি লক্ষ্যে থাকেনি। ২৫তম মিনিটে মিরালেম পিয়ানিচের কাছ থেকে বল পেয়ে দারুণ এক শট নেন রোনাল্ডো, কিন্তু ততধিক দক্ষতায় ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে সেই শট ঠেকিয়ে দেন পার্মা গোলরক্ষক লুইজি সেপে। 

৪৩তম মিনিটে বাতসুয়াই মাতুইদির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের মধ্য থেকে শট নেন রোনাল্ডো। প্রতিপক্ষ এক খেলোয়াড়ের গায়ে দিকে বদলে বল জালে গেলে এগিয়ে যায় ইউভেন্টাস (১-০)। 

দুই মিনিট পরে দিনের সেরা সুযোগটি মিস করেন অ্যারন রাম্সে। মাতুইদির কাছ থেকে ডি-বক্সে একেবারে ফাঁকায় পেয়েও বাইরে মারেন এই ওয়েল্স তারকা।

৫১তম মিনিটে আবারো পার্মাকে রক্ষা করেন গোলরক্ষক সেপে। পাওলো দিবালার ব্যাকহিল থেকে দারুণ এক শট নিয়েছিলেন দানিলো। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন সেই শট। 

৫৫তম মিনিটে সমতা আনে পার্মা। কর্নার থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন আন্দ্রেয়াস (১-১)। যাহোক, ফের এগিয়ে যেতে তিন মিনিটও সময় নেয়নি রোনাল্ডোরা। দিবালার ক্রস থেকে দলকে আবার এগিয়ে দেন সিআর সেভেন (২-১)।

৬৬তম মিনিটে গঞ্জালো হিগুয়েইনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৯তম মিনিটে হেরনানির দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ইউভেন্টাস গোলরক্ষক বয়েচেক সেজনি। পরের মিনিটে জেসমিন কুরতিচের জোরালো শট দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে ঠেকান তিনি। ৮৩তম মিনিটে গোলমুখ থেকে মাত্তিয়া স্প্রোকাতির শট মাতাইস ডি লিট না ফেরালে সমতায় ফিরতে পারতো পার্মা।

২০ ম্যাচ শেষে ১৬টি জয় ও তিনটি ড্রয়ে ইউভেন্টাসের সংগ্রহ ৫১ পয়েন্ট। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান। এদিন লিচা’র মাঠে ১-১ গোলের ড্র করেছে ক্লাবটি।

Loading...