loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বাণিজ্য মেলায় 'বেস্ট বাই’ এ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়


বাণিজ্য মেলায় 'বেস্ট বাই’ এ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০-এ পণ্যের পসরা সাজিয়েছে গৃহস্থালী সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের জনপ্রিয় বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’। মেলার ১৩ নং প্রিমিয়ার প্যাভিলিয়নে গৃহস্থালী প্লাস্টিক, ফার্নিচার, মেলামাইন, স্টেশনারি, বাইসাইকেল, ইলেকট্রনিক্সসহ প্রায় ৩০০০ পণ্য প্রদর্শিত হচ্ছে। এসব পণ্য কিনলে ভোক্তারা পাচ্ছেন আকর্ষণীয় মূল্য ছাড়।

বেস্ট বাই-এর প্রধান পরিচালন কর্মকর্তা রাহাত জাহান শামীম বলেন, দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে মানুষ প্রয়োজনীয় গৃহস্থালী পণ্য এক ছাদের নীচে পেতে চায়। এই কারণে গৃহস্থালী সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের  বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’ ইতোমধ্যেই সব-শ্রেণীর মানুষ বিশেষ করে মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

তিনি আরও বলেন, ভোক্তার সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। ক্রেতার চাহিদা বিবেচনা করে আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন পন্য ক্রেতাদের হাতে তুলে দিতে। এবারের মেলায় প্রায় ৩০০০ পণ্য প্রদর্শিত হচ্ছে - যার মধ্যে ১০০ পণ্য নতুন।

বেস্ট বাই এর হেড অফ মার্কেটিং মেহেদী হাসান বলেন, বাণিজ্য মেলায় সব শ্রেণী-পেশার মানুষের সমাগম ঘটে। তাদেরকে বিবেচনায় নিয়ে আমরা নানা ধরনের পণ্যের সমাহার ঘটিয়েছি। মেলার প্রথম ১৪ দিনে আমরা ভালো সাড়া পেয়েছি। আশা করি মেলার বাকী দিনগুলোতে আশানুরুপ সাড়া পাবো।  

তিনি আরও বলেন, মেলায় ‘বেস্ট বাই’ এর প্রিমিয়ার প্যাভিলিয়ন থেকে পণ্য কিনলে ক্রেতারা পাচ্ছেন ৩০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। তাছাড়া, ৩,০০০ টাকার ফার্নিচার পণ্য কিনলে ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্রি।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...