loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বঙ্গবন্ধু গোল্ডকাপ: সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়


বঙ্গবন্ধু গোল্ডকাপ: সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আসরের দ্বিতীয় সেমিফাইনালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লাল-সবুজ জার্সিধারীরা আফ্রিকার  দেশ বুরুন্ডির কাছে হেরেছে ০-৩ ব্যবধানে। সবগুলো গোলই করেছেন স্ট্রাইকার জস্পিন এনশিমিরিমানা। এবারের আসরে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। সাত গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি। এই নিয়ে টানা তৃতীয়বার সেমিতে এসে থেমেছে বাংলাদেশ দলের যাত্রা। ২০১৮ সালে গোল্ডকাপের আগের আসরেও ফিলিস্তিনের কাছে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল দল। ২০১৫ সালে রানার্সআপ হওয়াটাই তাই বাংলাদেশের সেরা সাফল্য হয়ে রয়েছে।

বুরুন্ডির কাছে পরাজিত হয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির কাছে ০-৩ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ দল।

বুরুন্ডির হয়ে হয়ে ম্যাচে হ্যাটট্রিক করেছেন জস্পিন এনশিমিরিমানা। ম্যাচের ৪৩ মিনিটে প্রথম, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২) দ্বিতীয় ও ৭৯তম মিনিটে তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন জস্পিন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে শনিবার (২৫ জানুয়ারি) ফিলিস্তিনের মুখোমুখি হবে বুরুন্ডি। 

একই ভেন্যুতে খেলা শুরু হবে বিকেল চারটায়।

Loading...