loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

সিটি নির্বাচন উপলক্ষ্যে যান চলাচলে নিষেধাজ্ঞা


সিটি নির্বাচন উপলক্ষ্যে যান চলাচলে নিষেধাজ্ঞা

১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধ্যরাত থেকে বন্ধ হয়েছে মোটরসাইকেল চলাচল এবং (৩১ জানুয়ারি) রাত থেকে বন্ধ হবে সবধরণের ইঞ্জিনচালিত যানবাহন।

অবশ্য, প্রথমবারের মতো কোনো নির্বাচনে যান চলাচলে কড়াকড়ির সময় কমিয়ে এনেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ইতোপূর্বে ভোটের আগে-পরে ২৪ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এবার ঢাকা সিটি ভোটে তা ১৮ ঘণ্টা করা হয়েছে। এতে ৩১ জানুয়ারি রাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিবহন বন্ধ থাকবে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এদিকে, মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ ৭৮ ঘণ্টার পরিবর্তে ৫৪ ঘণ্টায় নামিয়ে এনেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এক্ষেত্রে ৩০ জানুয়ারি রাত ১২টা থেকে ২ ফেব্রুয়ারি সকাল ছয়টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

ঢাকা-উত্তর সিটি করপোরেশন ও ঢাকা-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভােটগ্রহণ হবে ১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র সঙ্গে থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি সেবা, যেমন - অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন ও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য, ওষুধ, খাদ্য ইত্যাদি সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

ঢাকা-উত্তর সিটি করপোরেশন ও ঢাকা-দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মহাসড়ক ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বের হওয়ার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়কে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

Loading...