loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বেসিস সফ্টএক্সপোর দ্বিতীয় দিনে উপচেপড়া ভিড়


বেসিস সফ্টএক্সপোর দ্বিতীয় দিনে উপচেপড়া ভিড়

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হয়েছে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি খাতের সর্ববৃহৎ প্রদর্শনী ষোড়শ বেসিস সফ্টএক্সপো ২০২০। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সফ্টএক্সপোর দ্বিতীয় দিনে মেলার স্টলগুলোতে পরিলক্ষিত হয়েছে উপচেপড়া ভিড়।

দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানিসমূহের সফ্টওয়্যার পণ্য ও সেবা প্রদর্শনী এবং বিভিন্ন বিশেষজ্ঞ অতিথিবক্তাদের উপস্থিতিতে সেমিনার ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠানের মাধ্যমে চারদিনব্যাপী বেসিস সফ্টএক্সপো ২০২০ চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩০০ কোম্পানির উপস্থিতিতে এবারের বেসিস সফ্টএক্সপো চলছে।

মেলা পরিদর্শনে এসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “মেলায় বিভিন্ন ইনোভেটিভ প্রজেক্ট শো দেখা যাবে - এটা অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য। তাছাড়া আমাদের মতো যাঁরা আউটসোর্সিংয়ে আগ্রহী - তাঁদের জন্য এটা অনেক বড় একটা প্লাটফর্ম, জানার জন্য ও শেখার জন্য।”

সরকারি ছুটির দিন হওয়ায় মেলায় অনেক অভিভাবকদের সন্তানকে নিয়ে মেলায় ঘুরতে আসতে দেখা গেছে। এমনই এক অভিভাবক বলেন, “তথ্যপ্রযুক্তির প্রসারে আমাদের দেশ নিয়মিত এগিয়ে যাচ্ছে। তরুণ উদ্যোক্তাদের জন্য এই মেলায় অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যাঁরা লেখাপড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তি নির্ভর কাজ করতে চায়, তাঁরা এই মেলায় অংশগ্রহণ করা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের কথা শুনে আরও বেশি অনুপ্রাণিত হতে পারবে। তরুণরাই আগামীদিনের ভবিষ্যত। তাই, প্রত্যেক বাবা-মায়ের উচিত সন্তানকে ডিজিটাল শিক্ষায় আগ্রহী করতে এ-ধরনের মেলায় নিয়ে আসা।”

ঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টা থেকেই আইসিসিবিতে দেশি-বিদেশি সফ্টওয়্যার কোম্পানিগুলো তাদের স্টলগুলোতে নিজ নিজ পণ্য ও সেবা প্রদর্শন শুরু করেছে।

বেসিস সফ্টএক্সপো ২০২০-এর লক্ষ্যণীয় দিক:

* চারদিনব্যাপী আয়োজন ৬-৯ ফেব্রুয়ারি
* উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ
* স্থান: আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)
* ১০টি বিশেষ জোন
* ৩০০ টিরও বেশি দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল
* ৩০টিরও বেশি তথ্য ও যোগাযোগ-প্রযুক্তিবিষয়ক সেমিনার
* ২,০০০ বেশি শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আইসিটি ক্যারিয়ার ক্যাম্প
* থাকছে ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনোভেটিভ প্রজেক্ট শো-কেসিং
* বাংলাদেশের সবচেয়ে বড় আউটসোর্সিং কনফারেন্স
* ১০০ জনেরও বেশি দেশি-বিদেশি তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞের অংশগ্রহণ
* ব্যবসা প্রসারের লক্ষ্যে দেশি-বিদেশি ব্যবসায়ীদের বি-ট-ুবি ম্যাচমেকিং সেশন
* সুইডেন, জাপান, নেদারল্যান্ডস থেকে ব্যবসায়ী প্রতিনিধিদল বিটুবি ম্যাচমেকিং সেশনে অংশ নেবে
* শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অংশগ্রহণে সিএক্সও লিডারশিপ মিট
* থাকছে কনসার্ট

বিস্তারিত তথ্যের জন্য পরিদর্শন করুন:

ওয়েবসাইট: www.softexpo.com
ফেইসবুক: facebook.com/BASIS.SoftExpo
বেসিস সফ্টএক্সপো ২০২০-এর মোবাইল অ্যাপঃ http://bit.ly/BASIS_SoftExpo_2020_A

 - সংবাদ বিজ্ঞপ্তি

Loading...