loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

যুগান্তকারী ক্রীড়াবিদ হিসেবে সম্মানিত হলেন সানা


যুগান্তকারী ক্রীড়াবিদ হিসেবে সম্মানিত হলেন সানা

বিশ্ব আরচ্যারি ফেডারেশনের ওয়েবসাইটে গত ৯ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের সেরা আরচ্যার রোমান সানাকে ‘যুগান্তকারী অ্যাথলেট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ দলের জার্মান কোচ মার্টিন ফ্রেড্রিককেও বর্ষসেরা কোচের খেতাব দেয়া হয়।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ প্রদক জয় করায় ২০১৯ সালের যুগান্তকারী অ্যাথলেট হিসেবে মনোনীত হন ২৪ বছর বয়সী রোমান সানা ও কোচ মার্টিন।

এই সাফল্যে বাংলাদেশের এই কৃতি আরচ্যার অলিম্পিক গেমসে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বলে বিশ্ব আরচ্যারি ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খুলনার ২৪ বছর বয়সী রোমান সানা গত বছর দেশের জন্য বেশ কয়েকটি সম্মান বয়ে এনেছেন। তৃতীয় আইএসএসএফ ওয়ার্ল্ড র‌্যাংকিং চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জয়ের পরে জুনে হল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে আগামী বছর অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করেন তিনি।

সেপ্টেম্বরে ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়া কাপে (পর্যায়-৩) স্বর্ণপদক জয়ের নায়ক রোমান সানা পরে নেপালের পোখরায় অনুষ্ঠিত ত্রয়োদশ দক্ষিণ এশীয় গেমসে তিনটি স্বর্ণপদক জয় করেন। সেই আসরে আরচ্যারি ইভেন্টের ১০টি স্বর্ণপদকের সবগুলোই জেতেন বাংলাদেশের আরচ্যাররা।

Loading...