loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

মেট্রোরেলে নমুনা কোচ ঢাকায়, ধারণা নেবে জনগণ


মেট্রোরেলে নমুনা কোচ ঢাকায়, ধারণা নেবে জনগণ

মেট্রোরেলের প্রথম কোচ (নমুনা কোচ) উত্তরার ডিয়াবাড়িতে রাখা হয়েছে। এই কোচ দিয়েই জনগণকে মেট্রোরেলে চড়ানো শেখানো হবে। তবে নমুনা কোচ হওয়ায় মূল পরিবহন বহরে এটি সংযুক্ত হবে না। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মেট্রোরেলের ডিপোর কন্টেইনার থেকে কোচটি বের করা হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ঢাকা ম্যাস্ র‌্যাপিড ট্রান্জিট লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, কোচটি জাপানের মিৎসুবিশি ও কাওয়াসাকি থেকে তৈরি করে আনা হয়েছে। এই কোচ শুধু প্রদর্শন করা হবে, যুক্ত হবে না যাত্রী পরিবহন বহরে। মূল কোচগুলো যে-উপাদান দিয়ে যেভাবে তৈরি করা হবে - এটিও সেভাবেই তৈরি হয়েছে। উত্তরায় মেট্রোরেলের যে-তথ্যকেন্দ্র নির্মাণ করা হচ্ছে - সেখানে এটি সাধারণ মানুষের দেখার ও শেখার জন্য প্রদর্শন করা হবে।

তিনি বলেন, উত্তরার ডিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোর পাশে ভিজিটর সেন্টার নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এমআরটি তথ্য ও প্রদর্শন কেন্দ্রের ভেতরেই রাখা হয়েছে নমুনা ট্রেনটি। সেখানেই দর্শনার্থীদের টিকিট কাটা, ট্রেনে চড়া, দাঁড়ানো, ট্রেন থেকে নামা - এসব বিষয়ে ধারণা দেওয়া হবে। প্রদর্শনীর জন্য কোচটি আগামী মাস থেকেই উন্মুক্ত করা হবে। যাত্রীবাহী মেট্রোরেলের মূল কোচগুলো আগামী ১৫ জুন বাংলাদেশে আসবে।

আগামী ২০২১ সালে বিজয়ের মাসে জনগণ মেট্র্রোরেলে উঠবে বলে আশা প্রকাশ করে এম এ এন ছিদ্দিক বলেছেন, সেই লক্ষ্যমাত্রা মাথায় রেখেই কাজ করা হচ্ছে। দেশে আসা মেট্রোরেল ট্রেন সেট জাতীয় পতাকার রঙে সাজানো থাকবে।

জানা গেছে, মেট্রোরেল সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য ২০১৯ সালের ২৬ ডিসেম্বর নমুনা ট্রেনটি বা মকআপ ট্রেন আনা হয়েছে। এজন্য উত্তরা ডিয়াবাড়ির মেট্রোরেল ডিপো এলাকায় মেট্রোরেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে।

২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল সেবা উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে।

Loading...