loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

একমাত্র গোলে লিভারপুলকে হারিয়েছে অ্যাটলেটিকো


একমাত্র গোলে লিভারপুলকে হারিয়েছে অ্যাটলেটিকো

চতুর্থ মিনিটেই গোল হজম করে লিভারপুল। শেষ পর্যন্ত এটিই পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচের। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে নিজেদের মাঠে শিরোপাধারী ইংলিশ ক্লাব লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে দিয়াগো সিমিওনির শিষ্যরা।

এদিন ম্যাচের ৭৩ শতাংশ বল পায়ে রেখেছিল লিভারপুল; দারুণ কিছু আক্রমণও করেছিল তাঁরা। মোহাম্মদ সালাহ দুইবার গোলরক্ষককে প্রায় একা পেয়ে গিয়েছিলেন, কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় সমতায় ফিরতে পারেনি দলটি। একটি শটও ঠিকমতাে লক্ষ্যে রাখতে পারেনি চ্যাম্পিয়ন দলটি। অন্যদিকে, রক্ষণভাগ আগলে রেখে সাউল নিগুয়েজের দেওয়া গোলে জয় নিয়েই প্রথম লেগ শেষ করে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।

অবশ্য, নিজেদের মাঠে আগামী ১১ মার্চ দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে লিভারপুলের। কারণ, অ্যানফিল্ড বরাবরই ভিন্নরকম দুর্গ ক্লাবটির। এর সঙ্গে রয়েছে গত মৌসুমের দারুণ স্মৃতি। চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে বার্সেলোনার মাঠ থেকে ০-৩ গোলের ব্যবধানে হেরে ফিরতি লেগে ৪-০ গোলের ব্যবধানে জিতেই ফাইনালে উঠেছিল দলটি।

ওয়ান্দা মেত্রোপলিতানোতে মঙ্গলবার রাতে শুরুতেই এগিয়ে যায় অ্যাটলেটিকো। চতুর্থ মিনিটে কর্নার থেকে ডি-বক্সের মধ্যে জটলা সৃষ্টি হয়। লিভারপুলের ডিফেন্ডাররা ঠিকভাবে বল ক্লিয়ার করতে না পারলে ফ্যাবিনহোর পায়ে লেগে গোলমুখে একেবারে ফাঁকা বারে বল পেয়ে যান সাউল নিগুয়েজ। হালকা ছোঁয়ায় বল জালে জড়াতে ভুল করেননি এই স্প্যানিশ মিডফিল্ডার।

উনবিংশতম মিনিটে ফার্নাদো লোদির ক্রস অসাধারণ দক্ষতায় রবার্টসন কর্নারের বিনিময়ে রক্ষা না করলে ব্যবধান আরও বাড়তে পারতো। ২৬তম মিনিটে লিভারপুলকে রক্ষা করেন গোলরক্ষক অ্যালিসন বেকার। এক সতীর্থের বাড়ানো বলে একেবারে ফাঁকায় বল পেয়েছিলেন আলভেরো মোরাতা। তবে তাঁর শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন অ্যালিসন। পাল্টা আক্রমণ থেকে গোল পেয়েছিলেন সালাহ, তবে ফিরমিনো অবসাইডে থাকায় বাতিল হয় তা।

২৮তম মিনিটে থমাসের দূরপাল্লার শট লক্ষ্যে থাকেনি। পাল্টা আক্রমণে রবার্টসনের শটও লক্ষ্যে ছিলনা। ৩৫তম মিনিটে দিনের সেরা সুযোগটি মিস করেন সালাহ। সাদিও মানের কাছ থেকে বল পেয়ে ছোট ডি-বক্সের মধ্য থেকে সালাহকে দিলে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।

৫৩তম মিনিটে আবার অবিশ্বাস্য মিস করেন সালাহ। ৭৩তম মিনিটে আরও একটি দারুণ সুযোগ মিস হয় লিভারপুলের। দিভোক ওরিগির কাটব্যাক থেকে দারুণ এক সাইডভলি নিয়েছিলেন হেন্ডারসন, কিন্তু অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর দুই দল আরও কিছু সুযোগ পেলেও তা থেকে গোল হয়নি।

Loading...