loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ডাকঘর সঞ্চয় ব্যাংকের মুনাফা পুনর্বিবেচনা করা হবে: অর্থমন্ত্রী


ডাকঘর সঞ্চয় ব্যাংকের মুনাফা পুনর্বিবেচনা করা হবে: অর্থমন্ত্রী

ডাকঘর সঞ্চয় স্কিমের সুদ বা মুনাফার হার কমানোর সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ-কথা বলেছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

অর্থমন্ত্রী বলেছেন, যেহেতু ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার প্রায় অর্ধেকে কমিয়ে আনা নিয়ে কথা হচ্ছে, তাই বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।  তিনি এ-ও বলেছেন, “সঞ্চয়পত্রের সুদের হারও বেশি। দেখি এটা নিয়েও কিছু করতে পারি কি-না। সঞ্চয়পত্রে কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমরা তো এগুলো চাইনি। ব্যাংক খাতে সুদের হার এক অংকে নিয়ে আসাটা অনেক বড় কাজ। এটা করতে গেলে সম্পর্কিত সব উপকরণে হাত দিতে হবে।”

জাতীয় সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় স্কিম করা হয়েছিল সাধারণ মানুষের জন্য। কিন্তু এগুলোতে বড় ধরনের অপব্যবহার হয়েছে বলেও মন্তব্য করেছেন অর্থমন্ত্রী।

গত ১৩ ফেব্রুয়ারি ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার কমিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। ওই দিন থেকেই এটি কার্যকর করার কথাও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সেই নির্দেশনায় বলা হয়, তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার হবে ৬ শতাংশ - যা এতদিন ছিল ১১.২৮ শতাংশ।

ব্যাংকের সুদের হার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিশ্বের এমন কোনো দেশ নেই, যেখানে ব্যাংকে টাকা রাখলে এত বেশি সুদ দেওয়া হয়। এসব পদক্ষেপের মাধ্যমে বিশ্বের দেশগুলোর সঙ্গে এক জায়গায় যেতে না পারলেও কাছাকাছি যাওয়া যাবে। সরকারকে কর না দিয়ে সব (মুনাফা) নিয়ে যাওয়ার উদাহরণ খুব বেশি দেশে নেই। 

উল্লেখ্য, ডাকঘর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরে সঞ্চয়পত্র কেনা যায় এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাব ও সাধারণ হিসাব খোলা যায়। আবার ডাক জীবন বীমাও করা যায়। সুদের হার কমানো হয়েছে শুধুমাত্র ডাকঘর সঞ্চয় স্কিমের মেয়াদি হিসাব ও সাধারণ হিসাবে।

Loading...