loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

নিষিদ্ধ হলেন ব্যাট্সম্যান উমর আকমল


নিষিদ্ধ হলেন ব্যাট্সম্যান উমর আকমল

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র ‘দুর্নীতিবিরোধী নীতিমালা’ ভাঙার দায়ে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে উমর আকমলকে। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানকে নিষিদ্ধ করার বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) একটি বিবৃতি দিয়েছে পিসিবি। তবে উমর কী ধরনের অপরাধ করেছেন - সে-বিষয়ে কিছু বলেনি পাকিস্তান বোর্ড। তিনি কতদিন পর্যন্ত নিষিদ্ধ থাকবেন সেটাও উল্লেখ করা হয়নি। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

পিসিবির ‘দুর্নীতিবিরোধী নীতিমালা’র ৪.৭.১ ধারা অনুসারে উমরকে শাস্তি দেওয়া হয়েছে। পিসিবির দুর্নীতিবিরোধী সংস্থার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কিছুতে অংশ নিতে পারবেন না তিনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ উমরের বদলি হিসেবে অন্য কাউকে নিতে পারবে তাঁর দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

পিএসএল-এর নতুন মৌসুম মাঠে গড়ানোর মাত্র কয়েক ঘণ্টা আগে নিষিদ্ধ হলেন উমর। বৃহস্পতিবার রাতেই বর্তমান চ্যাম্পিয়ন কোয়েটা উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।

বিতর্ক-শাস্তি-নিষেধাজ্ঞাই যেন উমরের নিত্যসঙ্গী। চলতি মাসেই লাহোরের ক্রিকেট একাডেমিতে বিদেশি একজন ট্রেইনারের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন তিনি। তা সত্ত্বেও বোর্ডের শাস্তি এড়াতে সক্ষম হয়েছিলেন পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলা উমর।

Loading...