loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ভারতের কাছে হেরে সালমাদের বিশ্বকাপ শুরু


ভারতের কাছে হেরে সালমাদের বিশ্বকাপ শুরু

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৪২/৬ (শেফালি ৩৯, জেমিমা ৩৪, ভেদা ২০*; সালমা ২/২৫, পান্না ২/২৫)
বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৮ (মুর্শিদা ৩০, নিগার ৩৫, ফাহিমা ১৭; শিখা ২/১৪, রাজেশ্বরী ১/২৫, অরুন্ধতি ২/৩৩, পুনম ৩/১৮)
ফলাফল: ভারতের ১৮ রানে জয়ী

ভারতের কাছে পরাজয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ দল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ও টুর্নামেন্টে ষষ্ঠ ম্যাচে ভারতের কাছে ১৮ রানে পরাজিত হয়েছে সালমারা।

পার্থে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে মারমুখী মেজাজে শুরু করেন ভারতের ওপেনার শেফালি ভারমা। প্রথম আট বলে দু’টি ছক্কা মারেন তিনি। 

তবে একাদশ বলে ভারত-শিবিরে প্রথম আঘাত হানেন বাংলাদেশের অফ-স্পিনার সালমা খাতুন। ভারতের আরেক ওপেনার তানিয়া ভাটিয়াকে দুই রানে বিদায় দেন সালমা।

তবে ভারমার ৩৯ ও জেমিমা রড্রিগেজের ৩৪ রানে ভারত শতরানের কাছাকাছি পৌঁছে যায়। অধিনায়ক হরমানপ্রিত কাউর ৮ রানের বেশি করতে পারেননি। এতে ৪ উইকেট হারিয়ে ৯২ রানে পৌছে লড়াকু স্কোরের পথ পায় ভারত।

শেষ পর্যন্ত ২০ ওভারে ছয় উইকেটে ১৪২ রান সংগ্রহ করতে পেরেছে ভারত। শেষদিকে ভিবা কৃষ্ণমূর্তি চারটি চারে ১১ বলে অপরাজিত ২০ রান করেন। রিকা ঘোষ ১৪ ও দিপ্তি শর্মা ১১ রান করেন। বাংলাদেশের সালমা ২৫ রানে ও পান্না ঘোষ ২৫ রানে দুইটি করে উইকেট শিকার করেন।

১৪৩ রানের জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার শামিমা সুলতানাকে হারায় বাংলাদেশ। তিন রান করেছেন তিনি। এরপর শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার মুরশিদা খাতুন ও সানজিদা ইসলাম। ৩৯ রানের জুটি গড়ে দলকে খেলায় রাখেন তাঁরা।

দলীয় ৪৪ রানে মুরশিদার বিদায়ে ভাঙ্গে এই জুটি। চারটি চারে মুরশিদা ২৬ বলে ৩০ রান করেন। সানজিদার সাথে দলের রানের চাকা সচল রেখেছিলেন চার নম্বরে নামা নিগার সুলতানা। তবে বেশি দূর যেতে পারেননি তাঁরা। দলীয় ৬১ রানে ও ব্যক্তিগত ১০ রানে বিদায় নেন সানজিদা।

পাঁচ নম্বরে নেমে খালি হাতে ফেরেন ফারজানা হক। এমন অবস্থায় ৬৬ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন ফাহিমা খাতুন, জাহানারা আলম ও রুমানা আহমেদ। কিন্তু তিন জনই ছোট ইনিংস খেলে বিদায় নিলে বাংলাদেশের জয়ের আশা শেষ হয়ে যায়। ফাহিমা ১৭, রুমানা ১৩ ও জাহানারা ১০ রান করে থামেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে আট উইকেটে ১২৪ রান করতে পেরেছে। 

ভারতের পুনাম যাদব ১৮ রানে তিন উইকেট পেয়েছেন।

শক্তিশালী ভারতের এটি টানা দ্বিতীয় জয়। আসরের উদ্বোধনী ম্যাচে তাঁরা হারিয়েছিল স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।

আগামী ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

Loading...