loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

টি-২০ বিশ্বকাপ: শেষ ম্যাচেও হারলো বাংলাদেশের নারীরা


টি-২০ বিশ্বকাপ: শেষ ম্যাচেও হারলো বাংলাদেশের নারীরা

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ৯১/৮ (নিগার ৩৯, ফারজানা ১৩; শশিকলা ১৬-৪, কুলাসুরিয়া ১৯-২)
শ্রীলঙ্কা: ১৫.৩ ওভারে ৯২/১ (পেরেরা ৩৯*, আতাপাত্তু ৩০; নাহিদা ১৮-১)
ফলাফল: শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: শশিকলা সিরিবর্ধনে

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা পরাজয়ের ধারায় থাকা সালমা খাতুনের দল শেষ ম্যাচেও হেরেছে। আরও একবার ব্যাটিং ব্যর্থতায় এবার শ্রীলঙ্কার কাছে উড়ে গেছেন তাঁরা।

সোমবার (২ মার্চ) মেলবোর্নে আগে ব্যাট করে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ৯১ রান। ২৭ বল আগে ওই রান টপকে ৯ উইকেটে জিতেছে লঙ্কার মেয়েরা। এই নিয়ে টানা তিন টি-টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচ জিততে পারলো না বাংলাদেশের নারী দল।

কোনো ম্যাচ না জেতায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসর খেলতে হলে আগের তিনবারের মতোই বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে নারীদলকে।

এদিন টস জিতে আগে ব্যাট করতে গিয়ে শুরুটাই হয়েছে চূড়ান্ত বিপর্যয়ে। তড়িঘড়ি করতে গিয়ে ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন ও আয়েশা রহমান। তিনে গিয়ে সানজিদা ইসলাম দুই অঙ্কে গিয়ে আর পারেননি। একমাত্র কিপার ব্যাটসম্যান নিগার সুলতানাই ছিলেন সাবলীল। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দলের আশা হয়ে টিকে ছিলেন তিনি। শেষ বলে রান আউটে কাটা পড়ার আগে করেছেন সর্বোচ্চ ৩৯ রান। তাঁর এই ইনিংস না হলে আরও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো বাংলাদেশ দলকে।

স্বল্প রানের পরে বোলাররাও বিশেষ কিছুই করতে পারেননি। আগের ম্যাচগুলোতে ভালো না করায় সিনিয়র ক্রিকেটার জাহানারা আলমকে এই ম্যাচে দেখা যায়নি একাদশে। বাকিরাও ছিলেন বেশ বিবর্ণ।

Loading...