loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

‘ভাইরাস বাংলাদেশে চীনের প্রকল্পগুলোতে প্রভাব ফেলবে না’


‘ভাইরাস বাংলাদেশে চীনের প্রকল্পগুলোতে প্রভাব ফেলবে না’

ঢাকায় চীনের রাষ্ট্রদূত জি লিমিং করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে চীনের সহায়তায় চলমান মেগা উন্নয়ন প্রকল্পগুলোতে উল্লেখযোগ্য প্রভাব পড়ার আশঙ্কা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি যে - বাংলাদেশে চীনের বৃহদাকার উৎপাদন ও পরিচালনা কার্যক্রমে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উল্লেখযোগ্য বিরূপ প্রভাব পড়বে না।

চীনা রাষ্ট্রদূত বুধবার (৪ মার্চ) ঢাকায় পদ্মাসেতু রেললিংক প্রকল্পের সিআরইসি প্রকল্প ব্যবস্থাপনা কার্যালয়ের প্রথম বিভাগের প্রধান ক্যাম্পে এ-কথা বলেন।.খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

রাষ্ট্রদূত আশা করছেন যে, বাংলাদেশ ও চীন এখানে চীনের সহায়তায় পরিচালিত নির্মাণ প্রকল্পগুলোর কাজ পুনরায় শুরু করতে একসাথে কার্যকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

লিমিং বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে তাঁর দেশ ও বাংলাদেশ সরকার বাংলাদেশের সকল ক্ষেত্রে একযোগে কাজ করবে। চীন-বাংলাদেশ সহযোগিতা দুর্বল হবে না, বরং জোরদার হবে। তিনি বলেন, অনেক বড় প্রকল্প এখনও স্থগিত হয়নি, নিয়মিত নির্মাণাধীন রয়েছে।

লিমিং আরও বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে বাংলাদেশের জনগণ চীনা জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে শোক ও সমবেদনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন এবং বাংলাদেশ চীনা জনগণকে বিভিন্ন ধরণের চিকিৎসা ও স্বাস্থ্য-সরঞ্জাম পাঠিয়েছেন উল্লেখ তিনি বলেন, এই পদক্ষেপগুলো চীনকে গভীরভাবে স্পর্শ করেছে এবং তা চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘমেয়াদি ও গভীর বন্ধুত্বের প্রতিফলন ঘটায়।

Loading...