loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু


বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

বাংলাদেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও চারজন রোগী শনাক্ত হয়েছে। এ-নিয়ে গত ৮ মার্চ থেকে ১০ দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪।

আজ বুধবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ-তথ্য জানান।

ডা. ফ্লোরা বলেছেন, সেই ব্যক্তির বয়স ছিল ৭০ বছরের উপরে এবং তিনি ডায়াবেটিস ও উচ্চরক্তচাপসহবিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

আইইডিসিআর পরিচালক আরও জানান, নতুন আক্রান্ত চারজনের মধ্যে তিনজন সদ্য বিদেশ থেকে (দুইজন ইতালি, একজন কুয়েত) এসেছেন এবং অপরজন পুরোনো রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। নতুন চারজনের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ।

এখন পর্যন্ত ১৬ জন আইসোলেশনে আছেন। ৪২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আছেন বলে জানিয়েছেন তিনি। 

এর আগে গতকাল নতুন করে দু’জনের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় আইইডিসিআর। এ-নিয়ে দেশে করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪। 

উল্লেখ্য, বাংলাদেশে আক্রান্ত প্রথম তিনজন ব্যক্তি ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, এই বৈশ্বিক মহামারিতে আক্রান্ত হয়ে আজ বুধবার পর্যন্ত বিশ্বে ৭,৯৮৮ জনের প্রাণহানি হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ-পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১ লাখ ৯৮ হাজার ৫৮৮ জন। এঁদের মধ্যে বর্তমানে ১ লাখ ৭ হাজার ৬৭৬ জন চিকিৎসাধীন এবং ৬,৪১৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

Loading...