loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

করোনায় আক্রান্ত হয়েছেন ফুটবলার মালদিনি ও পাওলো দিবালা


করোনায় আক্রান্ত হয়েছেন ফুটবলার মালদিনি ও পাওলো দিবালা

প্রাদুর্ভাব চীনে হলেও করোনাভাইরাস (কোভিড-১৯)-এর ভয়াবহতায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশ এখন ইতালি। দেশটির ক্রীড়াঙ্গনকেও নাড়িয়ে দিয়েছে প্রাণঘাতী ভাইরাসটি। সেখানে বসবাসরত বেশ কয়েকজন তারকা ফুটবলার আক্রান্ত হয়েছেন করোনায়। সেই তালিকায় যোগ হলেয়েন পাওলো মালদিনিও। কিংবদন্তি এই সাবেক ইতালিয়ান ডিফেন্ডারের ছেলে ড্যানিয়েল মালদিনির শরীরেও করোনার উপস্থিতি পাওয়া গেছে।

৫১ বছর বয়সী পাওলো মালদিনি বর্তমানে ইতালিয়ান ক্লাব এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রয়েছেন। তাঁর ছেলে ১৮ বছর বয়সী ড্যানিয়েল একই দলের হয়ে খেলেন। চলতি মৌসুমেই মিলানের জার্সিতে সিরি আ’তে অভিষেক হয়েছে তাঁর।

গতকাল শনিবার রাতে ক্লাবটির বিবৃতি দিয়ে মালদিনি ও তাঁর ছেলের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মালদিনি ও ছেলে দু’জনেই আছেন কোয়ারেন্টিনে। তবে তাঁদের শারীরিক অবস্থা বেশ ভালো।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে মিলান কর্তৃপক্ষ বলেছে, এসি মিলান নিশ্চিত করছে যে, ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এমন একজন ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন যিনি পরবর্তীতে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছিলেন এবং মালদিনি নিজেও এরপর ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ প্রকাশ শুরু করেছিলেন।

‘গতকাল তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হয় এবং ফলাফল পজেটিভ এসেছে। তাঁর ছেলে ড্যানিয়েলের - যিনি এসি মিলানের যুব দলের সদস্য এবং সম্প্রতি মূল দলের সঙ্গে অনুশীলন করেছেন - পরীক্ষায়ও ফলাফল পজেটিভ এসেছে।’

‘পাওলো ও ড্যানিয়েল দু’জনেই ভালো আছেন। গত দুই সপ্তাহ ধরে তাঁরা বাড়িতে নিজেদের আলাদা করে রেখেছিলেন এবং কারও সংস্পর্শে যাননি। স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে, যতদিন পর্যন্ত না তাঁরা সুস্থ হয়ে ওঠেন, ততদিন তাঁরা কোয়ারেন্টিনে থাকবেন।’

সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার তো বটেই, মালদিনিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলেও ধরেন অনেকেই। ইতালি জাতীয় দলে খেলেছেন প্রায় দেড় যুগ। ২০০৯ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর আগে ক্লাব ক্যারিয়ারের পুরোটাই কাটিয়েছেন এসি মিলানে। দীর্ঘ ২৫ বছর সান সিরোর মাঠ দাপিয়ে অনেক শিরোপার পাশাপাশি জিতেছেন সাতটি সিরি আ ও পাঁচটি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।

দুঃখজনকভাবে এদিনই আরেক ইতালিয়ান ক্লাব ইউভেন্টাসের তারকা ফুটবলার পাওলো দিবালার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজেই কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কেবল তিনি-ই নন, তাঁর বান্ধবি আর্জেন্টাইন গায়িকা ও মডেল ওরিয়ানা সাবাতিনও করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে রেকর্ড ৭৯৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ-নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৪,৮২৫ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৬,৫৫৭ জন। ফলে আক্রান্তের মোট সংখ্যা ৫৩,৫৭৮। উদ্বেগজনক অবস্থায় পুরো ইতালিই এখন অবরুদ্ধ।

Loading...