loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

করোনাভাইরাসে সারাবিশ্বে মৃতের সংখ্যা এখন ৩০,০০০


করোনাভাইরাসে সারাবিশ্বে মৃতের সংখ্যা এখন ৩০,০০০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়ে গেছে। সরকারি সূত্র থেকে তথ্য নিয়ে টালি করে শনিবার (২৮ মার্চ) দিনের শেষে  আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এ-তথ্য প্রকাশ করেছে। বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৩০,০০৩ জন, এর মধ্যে দুই তৃতীয়াংশ মৃত্যুই হয়েছে ইউরোপে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে বিশ্বের ১৮৩টি দেশে ৬৪০,৭৭০ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে ১৩০,৬০০ জন সংক্রমণমুক্ত হয়ে সুস্থ হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তথ্য নিয়ে এএফপি অফিসসমূহ টালি করে এ-সংখ্যা প্রকাশ করেছে। এই টালি থেকে প্রকৃত সংক্রমণের ধারণা পাওয়া যায়। অনেক দেশ এখনো শুধুমাত্র নির্দিষ্ট হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষা করে আসছে।

শুক্রবার (গ্রিনিচমান সময় ১৯০০) থেকে বিশ্বব্যাপী ৩,৪১৭ জন মারা গেছেন এবং ৬৮,৭৩৪ জন আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা - ইতালিতে ৮৮৯ জন, স্পেনে ৮৩২ ও যুক্তরাষ্ট্রে ৪৫৩। এদিন প্রথম মৃত্যুর খবর দিয়েছে শ্রীলঙ্কা, কাতার, জর্ডান, ব্রুনেই ও টোগো। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। 

এদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে পাঁচজনের। সুস্থ হয়েছেন ১৫ জন।

Loading...