loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

দেশে আরও একজন করোনায় আক্রান্ত, সুস্থ হয়েছেন আরও চারজন


দেশে আরও একজন করোনায় আক্রান্ত, সুস্থ হয়েছেন আরও চারজন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছেন। তিনি একজন নারী, বয়স ২০-এর ঘরে। এছাড়া, সুস্থ হয়েছেন আরও চারজন। এর মধ্যে একজনের বয়স ৮০ বছর, দুইজনের বয়স ৬০-এর বেশি। চারজনের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। অর্থাৎ, দেশে এ-পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ জন। মৃতের সংখ্যা পাঁচই রয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস মিলনায়তনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা-সংক্রান্ত নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এ-তথ্য জানান। পরে অনলাইনে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এ-সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

অধ্যাপক ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর-এর হটলাইনে কল এসেছে ৪,৭২৫টি। এর মধ্যে কোভিড -১৯ সংক্রান্ত ছিল ৩,৯৯৭টি‌। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৩ জনের। এ-পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১,৩৩৮ জনের।

তিনি আরও বলেন, গত দু’দিন দেশে কেউ আক্রান্ত না-হওয়ায় অনেকে মনে করেছেন বাংলাদেশ ঝুঁকিমুক্ত। কিন্তু যেহেতু এটা বৈশ্বিক সমস্যা, তাই আমাদের প্রতিরোধ-কার্যক্রম চালু রাখতে হবে। সাধারণ জনগণের প্রতি তিনি আবারও ঘরে থাকার অনুরােধ জানিয়েছেন।

তিনি বলেছেন, ঘরে থাকাটা অত্যন্ত জরুরি। অত্যাবশ্যকীয় প্রয়োজনে বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন তিনি। সরকার যেসব আদেশ-নির্দেশনা দিয়েছে - সেগুলো মেনে চলার আহ্ববানও পুনর্ব্যক্ত করেন তিনি।

কােনো উপসর্গ থাকলে সরাসরি হাসপাতালে না-এসে স্বাস্থ্য অধিদপ্তরের (১৬২৬৩), অথবা আইইডিসিআর-এর হটলাইনে (০১৯৪৪ ৩৩৩ ২২২ এবং ১৬০৫৫) ফোন করার কথাও পুনরুল্লেখ করেছেন তিনি।

এর আগে ডা. মো. হাবিবুর রহমান জানান, দেশে এ-পর্যন্ত ৫৫,৩৬৯ জনকে হোম কোয়ারেন্টিন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সংখ্যা ২১৪ জন। কোয়ারেন্টিনমুক্ত করা হয়েছে ২৯,৫৬০ জনকে। 

গত ২৪ ঘণ্টায় ২,৭৯০ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে এবং ৪,০০১ জনকে কোয়ারেন্টিনমুক্ত করা হয়েছে।

Loading...