loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত


শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত

দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ছুটিও সরকার ঘোষিত সাধারণ ছুটির আওতাভুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সে-হিসেবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি গণনা করা হবে জানিয়েছেন তাঁরা।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটিও সাধারণ ছুটির মধ্যে পড়বে।

এর আগে সাধারণ ছুটি ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৮-৩১ মার্চ এবং পরে ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রোববার গণমাধ্যমকে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও ১৪ এপ্রিল পর্যন্ত। তবে, স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

বাংলাদেশে গত ৮ মার্চ থেকে আজ রোববার (৫ এপ্রিল) পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে নয়জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে ও ১৮ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি পবিত্র রমজান ও ঈদের ছুটির সঙ্গে সংযুক্ত হবে বলে আভাস পাওয়া গেছে সরকারের বিভিন্ন পর্যায় থেকে।

Loading...