loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বাংলাদেশে ওয়েব সেমিনারে সত্যজিৎ রায়কে স্মরণ


বাংলাদেশে ওয়েব সেমিনারে সত্যজিৎ রায়কে স্মরণ

সত্যজিৎ রায়ের আসন্ন প্রয়াণদিবস উপলক্ষে জেসিআই ঢাকা ওয়েস্ট এবং রে সোসাইটি অফ বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে “রিমেমবারিং সত্যজিত - লাইফ অ্যান্ড সিনেমা” শীর্ষক একটি ওয়েব সেমিনার। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট বেলায়াত হোসেন মামুন, কলকাতার বিশিষ্ট সাংবাদিক ও সত্যজিৎ সংগ্রাহক-গবেষক বাণীব্রত মুখোপাধ্যায় এবং রে সোসাইটি অফ বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও জেসিআই বাংলাদেশ-এর জিএলসি মুহাম্মাদ আলতামিশ নাবিল।

ওয়েব সেমিনারটি নিয়ে আলতামিশ নাবিল জানান, নিঃসন্দেহে উপমহাদেশ এবং সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। বাংলার গর্ব গুণী এই চলচ্চিত্রকারের প্রয়াণদিবসকে স্মরণ করে রাখতে আমাদের এই ছোট্ট আয়োজন। এছাড়াও এটির মাধ্যমে আমরা বাংলাদেশি সত্যজিৎ অনুরাগীদের জন্য রে সোসাইটি অফ বাংলাদেশ নামক একটি ফ্যান সোসাইটির আনুষ্ঠানিক শুভ সূচনা করতে যাচ্ছি।

ওয়েব এই সেমিনারটি আগামী ২২ এপ্রিল বুধবার রাত আটটায় জেসিআই ঢাকা ওয়েস্ট-এর ফেইসবুক লাইভে প্রচার করা হবে।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...