loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

মে মাসে খেলা শুরু করতে আশাবাদী এফআইজিসি


মে মাসে খেলা শুরু করতে আশাবাদী এফআইজিসি

করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া ক্লাব ম্যাচগুলো আগামী মে মাসের শেষের দিকে বা জুনের প্রথম দিকে শুরু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। 

এফআইজিসি’র সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা বলেন, লকডাউন শেষ হওয়ার পরে খেলোয়াড়দের প্রস্তুত হতে তিন সপ্তাহ লাগবে। বর্তমানে ৪ মে থেকে নির্ধারিত তারিখ রয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

ইতালিয়ান রেডিওকে গ্রাভিনা বলেছেন, মে মাসের শেষের দিকে বা জুনের প্রথম দিকে শুরু হতে পারে। যাঁরা মৌসুম বাতিল করার বিষয়ে কথা বলেছেন, তাঁরা ফুটবল বা ইতালিয়ানদের পছন্দ করেন না।

গ্রাভিনা আরও বলেন, ‘যাঁরা ভাইরাসমুক্ত, তাঁদের পর্যবেক্ষণের গ্যারান্টি থাকবে। তাঁরা সকলে নেগেটিভ (কোভিড-১৯) হলে, দূরত্ব বা সংক্রামণের কোনো সমস্যা নেই।’

‘আমি আশা করছি, সকলেই নিজেদের স্টেডিয়ামে খেলতে সক্ষম হবে। যদি এটি সম্ভব না হয় - তাহলে আমরা অন্য সমাধান খুঁজবো,’ বলেছেন গ্রাভিনা।’

‘আমাদের দেশের জন্য এখন খুবই কঠিন মুহূর্ত। অর্থনীতি ও ফুটবলের জন্যও  - যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প।’

ইতালির সংবাদমাধ্যমের মতে, ব্রেসিয়া ও তোরিনো - এই দু’টি ক্লাব এবারের লিগ পুনরায় শুরুর করার বিরোধিতা প্রকাশ্যে করেছিল।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে এ-পর্যন্ত প্রায় ২৩ হাজার লোকের মৃত্যু হয়েছে। এরমধ্যে ব্রেসিয়া শহরের অবস্থা সবচেয়ে বেশি ভয়ানক ছিল।

Loading...