loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

অনলাইনে কার্যক্রম চালাচ্ছে ডিটিআই ও দিপ্তি


অনলাইনে কার্যক্রম চালাচ্ছে ডিটিআই ও দিপ্তি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দিপ্তি) গত ১৮ মার্চ থেকে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস ও অন্যান্য কার্যক্রম শুরু করেছে। ফলে শিক্ষার্থীরা বাসায় বসে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্লাস করতে পারছেন। এছাড়া, শিক্ষার্থীদের রোগপ্রতিরোধ তন্ত্র সক্রিয় রাখতে ডিটিআই প্রতিদিন বিকেলে অনলাইনে আড্ডার আয়োজন করে থাকে।

প্রতিষ্ঠানের উদ্যোগে নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ রথীন্দ্রনাথ দাসের সভাপতিত্বে ও উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এক অনলাইন শিক্ষক-অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। এর মাধ্যমে আটটি বিভাগের শিক্ষার্থীদেরকে অভিভাবকদের সাথে যুক্ত করেছে ডিটিআই।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের আঘাতের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবার পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে অনলাইনে। ইন্টারনেট ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিটিআই-এর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অনলাইনে একযোগে অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে। প্রতিবারের মতো এবারও গান, কবিতা আবৃত্তি, ছবি অংকন, ধাঁধা প্রতিযোগিতা ইত্যাদি অনুষঙ্গ নিয়ে পালিত হয়েছে এবারের পহেলা বৈশাখ।

ধাপে ধাপে অনলাইনের মাধ্যমে ডিটিআই শিক্ষা-কার্যক্রম পরিচালনা করছে।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...