loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

আর্জেন্টিনার ফুটবল মৌসুম বাতিল


আর্জেন্টিনার ফুটবল মৌসুম বাতিল

করোনাভাইরাসের কারণে গত মার্চের মাঝামাঝি সময় থেকে স্থগিত হয়ে যাওয়া ২০১৯-২০ সালের ফুটবল মৌসুম বাতিল করলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সোমবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া এই ঘোষণা দেন।

এএফএ আরও জানিয়েছে, এমন বিঘ্নের কারণে এই মৌসুম ও আগামী মৌসুমে রেলিগেশন হবে না। অর্থাৎ, ডিয়েগো ম্যারাডোনার ক্লাব জিমনাসিয়া শীর্ষ বিভাগেই থাকবে। মার্চের শুরুতে (শেষদিনে), জিমনাসিয়াকে ১-০ গোলে হারানোয় লিগ জিতলো ব্যোকা জুনিয়র্স।

মে’তে ২৪ দলের খেলা কোপা সুপার লিগার প্লে-অফ হওয়ার কথা ছিল। লকডাউনের আগে এই আসরটির এক রাউন্ডের খেলা হয়।

গত ২০ মার্চ থেকে আর্জেন্টিনায় লকডাউন চলছে। আগামী ১০ মে পর্যন্ত কোয়ারেন্টিনের নির্দেশনা রয়েছে।

Loading...