loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান


চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান

মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলিউডের জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা ইরফান খান (৫৩)। আজ বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ-খবর জানায়।

পিকুখ্যাত এই তারকা অভিনেতা দীর্ঘদিন কোলন ইনফেকশনসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় বলে জানিয়েছে ইরফান খানের মুখপাত্র।

গত শনিবার (২৫ এপ্রিল) জয়পুরে বাড়িতে ইরফান খানের মা সাইদা বেগম মারা যান। ভারতে লকডাউনের কারণে মাকে শেষবারে মতো দেখতে পারেননি তিনি। এরই মধ্যে ইরফান খান নিজেও অসুস্থ হয়ে পড়েন।

২০১৮ সালের মার্চে ইরফান খানের নিউরো অ্যান্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়। এরপর দীর্ঘসময় লন্ডনে চিকিৎসা নেন এই অভিনেতা। গত বছর ফেব্রুয়ারিতে ভারতে ফেরেন তিনি।

বক্স অফিসে ইরফানের কামব্যাক মুভি গত মার্চে মুক্তিপ্রাপ্ত ‘আংরেজি মিডিয়াম’ -– যা ২০১৭’র হিট ‘হিন্দি মিডিয়াম’-এর সিকুয়েল। অবশ্য করোনার কারণে এক সপ্তাহও হলে টেকেনি এই সিনেমা। আপাতত ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে স্ট্রিম হচ্ছে ছবিটি।

হায়দর (২০১৪), পিকু (২০১৫), তালভার (২০১৫) এবং হিন্দি মিডিয়াম (২০১৭) অন্যতম। এছাড়া, তিনি হলিউডের স্লামডগ মিলিওনায়ার, লাইফ অফ পাই, জুরাসিক ওয়ার্ল্ড, দি অ্যামেজিং স্পাইডারম্যানের মতো ছবিতেও অভিনয় করেছেন।

বাংলাদেশের পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতেও অভিনয় করেন তিনি।

ইরফান খান ২০১১ সালে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হন।

ইরফান খানের জন্ম রাজস্থানের জয়পুরে ১৯৬৭ সালে। পিতার মৃত্যুর পরে তিনি দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়াশোনা করেন।

প্রতিভাবান এই অভিনেতার মৃত্যুতে তাঁর দেশ এবং দেশের সীমানা ছাড়িয়েও শোকের ছায়া নেমে এসেছে। বলিউড ও হলিউডের অভিনয় জগত ছাড়াও অসংখ্য রাজনীতিক ও কূটনীতিক ইরফান খানের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।

Loading...