loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

চলে গেলেন অভিনেতা ঋষি কাপুর


চলে গেলেন অভিনেতা ঋষি কাপুর

বলিউডে একদিনের ব্যবধানে এলো আরেকটি দুঃসংবাদ। বরেণ্য অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণ ঘটেছে। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সকালে ঋষি কাপুরের মৃত্যু হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর ভাই রণধীর কাপুর।

শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে গত বছর দেশে ফিরেছিলেন এই প্রবীণ অভিনেতা। কিন্তু মাঝে-মধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। বৃহস্পতিবার তেমনই হয়েছিল বলে জানা গেছে।

গতকাল বুধবার মৃত্যু হয় বলিউডের আরেক অভিনেতা ইরফান খানের। এতে ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমেছে। দুঃখ প্রকাশ করছেন তারকাদের পাশাপাশি রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কাপুর পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, আমাদের প্রিয় ঋষি কাপুর সকাল ৮টা ৪৫ মিনিটে চলে গেছেন। দুই বছর ধরে চলা অস্থিমজ্জার ক্যান্সারের সঙ্গে যুদ্ধ শেষ হলো তাঁর। ডাক্তার ও মেডিক্যাল স্টাফরা জানিয়েছেন, তিনি সবসময় সবাইকে মাতিয়ে রাখতেন। দুই বছর ধরে তাঁর চিকিৎসা চলাকালীন তিনি সবসময় হাসিখুশি থেকেছেন। ভক্ত ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় তিনি কৃতজ্ঞ। পরিবার, বন্ধু, খাদ্য আর সিনেমা নিয়েই তিনি সময় কাটিয়েছেন।

যাঁরা এসময়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, তাঁরা সবাই অবাক হয়েছেন। তিনি কখনও রোগকে নিজের ওপরে প্রভাব বিস্তার করতে দেননি।

ঋষি কাপুরের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন তারকারা।

ঋষির মৃত্যুতে রাজনৈতিক শীর্ষ নেতারাও শোকাহত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় জানিয়েছেন, কিংবদন্তি ও বহুমুখী অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা ১৫০ এর বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর পরিবার, বন্ধু, ভক্ত ও চিত্রজগতের সবার প্রতিই আমার সমবেদনা।

২০১৮ সালের মাঝামাঝিতে ঋষি কাপুরের ক্যান্সার ধরা পড়ে। এরপর নিউইয়র্কে চিকিৎসা চলেছে তাঁর। চিকিৎসা শেষে ভারতে ফেরার পরও তাঁকে কয়েকবার হাসপাতালে যেতে হয়।

Loading...