loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

টেস্ট ও টি-২০ র‌্যাংকিংয়ে শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া


টেস্ট ও টি-২০ র‌্যাংকিংয়ে শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া

টেস্ট ক্রিকেটে ভারতকে ও টি-টোয়েন্টি পাকিস্তানকে সরিয়ে আইসিসি র‌্যাংকিং-এর শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। ১১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন অজিরা। মাত্র দুই পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেল ভারত। ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুক্রবার (১ মে) নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে।

২০১৬ সালের অক্টোবর থেকে টেস্টে শীর্ষস্থানে ছিলো ভারত। অবশ্য নয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে রয়েছে ভিরাট কোহলিরাই।

প্রায় ৭১ বছর সাধনার পরে ২০১৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় ভারত। তবে, এরপর থেকে আর কোনো সিরিজ হারেনি অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ ২-২ সমতায় শেষ করতে বড় ভূমিকা রাখেন বল বিকৃতির কারণে নিষেধাজ্ঞা থেকে ফিরে আসা স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

করোনাভাইরাস শুরুর আগে অধিনায়ক টিম পাইনের নেতৃত্বে দেশের মাটিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের দুর্দান্ত এক মৌসুম পার করেছে অস্ট্রেলিয়া।

র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি (আট পয়েন্ট) হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে শ্রীলংকার নীচে অবস্থান করছে দেশটি। প্রোটিয়ারা এখন রয়েছে ষষ্ঠস্থানে। ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে।

এদিকে, ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। এরপরে রয়েছে ভারত ও নিউজিল্যান্ড।

অন্যদিকে, সংক্ষিপ্ত সংস্করণে দীর্ঘ ২৭ মাস পরে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালো পাকিস্তান। টেস্টের মতো টি-২০তেও শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। ২০১১ সালে টি-২০ র‌্যাংকিং শুরুর পরে প্রথমবারের মতো শীর্ষে উঠলো দেশটি; আর চতুর্থস্থানে নেমে গেছে পাকিস্তান। 

ইংল্যান্ড উঠেছে দ্বিতীয় স্থানে। ভারতের অবস্থান তৃতীয়।

মহামারীর কারণে বিলম্ব না হলে আগামী অক্টোবরে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া। বলা বাহুল্য,বিশ্বব্যাপী  করোনাভাইরাসের কারণে ক্রিকেটের তিন ফরম্যাটই বর্তমানে স্থগিত রয়েছে।

Loading...