loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

১৫ মে থেকে পুনরারম্ভ হচ্ছে জার্মানির ফুটবল লিগ


১৫ মে থেকে পুনরারম্ভ হচ্ছে জার্মানির ফুটবল লিগ

অবশেষে চূড়ান্ত ঘোষণা এলো; করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা বুন্ডেসলিগা ফের শুরু হচ্ছে। জার্মানির শীর্ষ ফুটবল লিগ মাঠে গড়াবে আগামী ১৫ মে থেকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সবুজ সংকেতের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রায় দুইমাস ধরে স্থগিত থাকা বুন্ডেসলিগা আগামী ১৫ মে থেকেই শুরু হবে। জার্মান ফুটবল লিগ (ডিএফএল)-এর প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান সেইফের্ট এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে বুন্ডেসলিগা কর্তৃপক্ষই সবার আগে ফুটবল মৌসুম পুনরারম্ভ করতে যাচ্ছে।

গত এপ্রিলের মাঝামাঝি সময় থেকে অনুশীলন শুরু করেছে বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ডসহ বুন্ডেসলিগার ক্লাবগুলো। তবে কবে থেকে লিগ চালু হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। ডিএফএল-এর এই ঘোষণায় পরিষ্কার হলো সবকিছু। জুনের মধ্যে লিগ শেষ করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন তাঁরা।

অবশ্য খেলা শুরু হলেও মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে না কর্তৃপক্ষ। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে রবার্ট লেওয়ানডস্কি, ফিলিপ কটিনিয়ো, মার্কো রয়েসদের। পাশাপাশি, ক্লাবগুলোকে স্বাস্থ্যবিধিবিষয়ক নির্দেশনা কঠোরভাবে অনুসরণের কথাও মনে করিয়ে দিয়েছেন ডিএফএল-এর প্রধান নির্বাহী সেইফের্ট।

কোভিড-১৯ মহামারী আকারে ছড়িয়ে পড়ায় গত ১৩ মার্চ স্থগিত হয় বুন্ডেসলিগা। তার আগে ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল টানা সাতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। দুইয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের অর্জন ৫১ পয়েন্ট। ৫০ পয়েন্ট নিয়ে তাঁদের ঠিক পেছনেই আর বি লাইপজিগ।

Loading...