loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হলেন ক্লোসা


বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হলেন ক্লোসা

এতোদিন যুবদলের সঙ্গে ছিলেন মিরোস্লাভ ক্লোসা। এবার মূল দলের সঙ্গে যুক্ত হলেন বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি গোলদাতা। জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক তারকা স্ট্রাইকার।

গতকাল বৃহস্পতিবার ঘােষণা করা হয়, আগামী মৌসুমের জন্য ক্লোসাকে কোচিং প্যানেলে যুক্ত করেছে বাভারিয়ানরা। গত দুই বছর ধরে বায়ার্নের যুব দলের কোচ হিসেবে কাজ করছিলেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জার্মানির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বলেছেন, ‘কোচ হিসেবে এটি আমার ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ।’ খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

২০১৬ সালে খেলোয়াড়ি-জীবনের ইতি টানেন ক্লোসা। তার আগে বায়ার্নের জার্সিতে চার মৌসুম খেলার সুযোগ হয়েছিল তাঁর। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত দলটির হয়ে খেলে দুবার করে জিতেছিলেন বুন্ডেসলিগা ও ডিএফবি-পোকালের (কাপ) শিরোপা।

২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন ক্লোসা। ১৩৭ ম্যাচে মাঠে নেমে ৭১ বার প্রতিপক্ষের জাল কাঁপান তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বছরে জেতেন পরম আকাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপাও। ব্রাজিলের মাটিতে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। ওই আসরে দি ফেনোমেননখ্যাত রোনালদোকে টপকে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন ক্লোসা। ফুটবলের মহাযজ্ঞে চারবার অংশ নিয়ে ১৬ গোল করেছেন তিনি।

জার্মানি যখন ২০১৪ সালে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়, তখন হান্সি ফ্লিক ছিলেন দলটির সহকারী কোচ। বর্তমানে তিনি বায়ার্নের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। তাঁর সঙ্গে একত্রিত হওয়া সম্পর্কে ক্লোসা বলেছেন, ‘জাতীয় দলে থাকার সময় থেকেই আমরা একে অপরকে খুব ভালো করে জানি এবং আমরা একে অপরকে পেশাগতভাবে ও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি।’

Loading...